ইউরোপে বড় জরিমানার মুখে ইলন মাস্কের এক্স
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবার বড় একটি ধাক্কা খেল। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ‘ব্লু চেকমার্ক’ ব্যবহার এবং তথ্য স্বচ্ছতার অভাবে এক্সকে ১২০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৪০ মিলিয়ন ডলারের জরিমানা করা হয়েছে। কমিশন মনে করছে, এক্স ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে, বিজ্ঞাপনের তথ্য গোপন রাখছে এবং গবেষকদের জন্য পাবলিক ডেটা সরবরাহ করছে না।
দুই বছরের তদন্ত শেষে এই সিদ্ধান্ত এসেছে। তদন্তটি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয়েছে। আইনটি ২০২২ সালে গৃহীত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের জন্য। কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত মানা না হলে অতিরিক্ত জরিমানা হতে পারে।
ইউরোপীয় কমিশনের টেক সোভেনারিটি, সিকিউরিটি ও ডেমোক্রেসি বিষয়ক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেনা ভার্ককুনেন বলেছেন, ‘নীল চিহ্ন দিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা, বিজ্ঞাপনের তথ্য গোপন রাখা এবং গবেষকদের বাদ দেওয়া ইউরোপে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা এক্সকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ দেবো না।’
এদিকে এক্স-এর মালিক ইলন মাস্ক কমিশনের পোস্টের উত্তরে লিখেছেন, “Bulls---।” এর মাধ্যমে বোঝা যায়, তিনি সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এক্সকে এখন ৬০ দিনের মধ্যে নীল চিহ্ন নিয়ে সমস্যার সমাধানের পরিকল্পনা দিতে হবে। এছাড়াও ৯০ দিনের মধ্যে বিজ্ঞাপন এবং পাবলিক ডেটা সম্পর্কিত সমস্যার সমাধানের পরিকল্পনা জমা দিতে হবে।
কমিশন জানিয়েছে, এই নির্দেশনা মানা না হলে পুনরায় জরিমানা করা হবে। জরিমানার ঘোষণা এমন সময় এসেছে যখন ইউরোপে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিয়ে আলোচনার মধ্যে রয়েছে। এর আগে মেটাকে নিয়েও অ্যান্টিট্রাস্ট নিয়ম ভঙ্গের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
বড় প্রযুক্তি কোম্পানিগুলোর নিয়ম শিথিল বা বাতিল করতে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ইউরোপকে চাপ দিচ্ছে । এতে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট এবং অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ম প্রভাবিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
সূত্র : সিএনবিসি