ইউটিউবের দাবি
অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞায় শিশুদের ঝুঁকি বাড়বে
অস্ট্রেলিয়ায় আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচের কেউই ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না। ইউটিউব সতর্ক করেছে, নতুন আইন কার্যকর হলে শিশু ও কিশোররা বরং আরও ঝুঁকিতে পড়তে পারে। কারণ ব্যক্তিগত অ্যাকাউন্ট না থাকায় অভিভাবকরা কনটেন্ট ফিল্টার, চ্যানেল ব্লক বা অন্যান্য নিয়ন্ত্রণ আর করতে পারবেন না।
গুগলের ইউটিউব বিভাগের অস্ট্রেলিয়ার জননীতি ব্যবস্থাপক রাচেল লর্ড বলেন, ‘এই আইন আমাদের দশ বছরের নিরাপদ ব্যবস্থাকে দুর্বল করবে। বরং অস্ট্রেলিয়ার শিশুদের অনলাইনে আরও ঝুঁকিতে ফেলবে।’ ইউটিউব জানিয়েছে, ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যাবে। এ অর্থে তারা সাবস্ক্রাইব, পছন্দ বা মন্তব্য করতে পারবে না, তবে কনটেন্ট দেখতে পারবে।
অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস মন্তব্য করেছেন, ইউটিউব যদি বলে যে, তাদের প্ল্যাটফর্ম নিরাপদ নয়, তাহলে সমস্যার সমাধান ইউটিউবেরই দায়িত্ব। তিনি বলেন, জেনারেশন আলফা শিশু স্মার্টফোন হাতে পাওয়ার পর থেকে অ্যালগরিদম-নির্ভর মনোযোগ হরণকারী কনটেন্টের মুখোমুখি হয়। নতুন আইন শিশুদের সেই অ্যালগরিদমিক কারাগার থেকে বের করার পদক্ষেপ।
নতুন আইন অনুযায়ী:
- ১৬ বছরের নিচের কেউ ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না।
- ১০ ডিসেম্বরের পর বর্তমান সব অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে।
- ইউটিউব কিডসে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
- কোনোভাবে বয়স ভুয়ো দেখিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না।
- আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে।
ইউটিউব জানিয়েছে, ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে কনটেন্ট দেখার ক্ষেত্রে তাদের প্ল্যাটফর্ম সবচেয়ে উল্লেখযোগ্য। নতুন আইন দেশের ইতিহাসে শিশুদের অনলাইন নিরাপত্তায় সবচেয়ে বড় পরিবর্তন। তবে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হয় কি না, তা দেখা যাবে আইন কার্যকর হওয়ার পরই।