টিকটকে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে আসছে নতুন ব্যবস্থা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

টিকটকে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে আসছে নতুন ব্যবস্থা
ছবি : টেকক্রাঞ্চ

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ভিডিওগুলোকে আরও পরিষ্কারভাবে শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য নতুন কিছু সুবিধা চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিরাপদ রাখতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব হালনাগাদ কার্যকর ভূমিকা রাখবে।

নতুন ব্যবস্থার অংশ হিসেবে টিকটকের ম্যানেজ টপিকস অংশে যুক্ত হচ্ছে পরীক্ষামূলক একটি নিয়ন্ত্রণ অপশন। এই সেটিং থেকে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, তাদের ফর ইউ ফিডে এআই দিয়ে তৈরি ভিডিও কতটা দেখতে চান। ফলে নিজের পছন্দমতো এআই কনটেন্টের পরিমাণ নিয়ন্ত্রণ করা হবে আরও সহজ।

এআই ভিডিও শনাক্তকরণেও উন্নতি আনছে টিকটক। বর্তমানে ক্রিয়েটর লেবেল, শনাক্তকরণ মডেল এবং কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহারের পাশাপাশি এবার তারা পরীক্ষা করছে অদৃশ্য ওয়াটারমার্কিং পদ্ধতি। এটি এমন একটি নিরাপত্তা প্রযুক্তি, যা শুধু টিকটক নিজেই পড়তে পারে। ভিডিও সম্পাদনা বা পুনরায় পোস্ট করলেও ওয়াটারমার্কটি মুছে ফেলা কঠিন হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এআই এডিটর প্রোসহ টিকটকের বিভিন্ন টুল দিয়ে তৈরি ভিডিওতে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।

এআই সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে টিকটক ঘোষণা করেছে ২০ লাখ ডলারের এআই লিটারেসি তহবিল। এই তহবিল থেকে অর্থ পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা তৈরি করবেন শিক্ষামূলক কনটেন্ট, যেখানে দেখা যাবে এআই কীভাবে কাজ করে এবং কোন কনটেন্ট এআই দিয়ে তৈরি তা শনাক্ত করার উপায়। প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে সচেতনতা বাড়াতে বিশ্বের ১২টির বেশি দেশের অংশীদাররা যুক্ত থাকবেন বিভিন্ন টুল উন্নয়নের কাজে।

নতুন এসব উদ্যোগের ফলে টিকটকে এআই কনটেন্ট ব্যবহারে বাড়বে দায়িত্বশীলতা এবং ব্যবহারকারীরা পাবেন আরও নিরাপদ অভিজ্ঞতা।