উইকিপিডিয়ায় এবার যুক্ত হলো বছরের সালতামামি
উইকিপিডিয়া এবার চালু করেছে বছরের সালতামামি ফিচার। এটি মোবাইল অ্যাপে পাওয়া যাবে। যারা অ্যাপ ব্যবহার করছেন, তারা নিজের পড়াশোনার বিস্তারিত তথ্য দেখতে পারবেন। কত মিনিট পড়েছেন এবং কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল, সবই জানা যাবে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন আশা করছে, এটি নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করবে। একই সঙ্গে অ্যাপের ডাউনলোডও বাড়বে।
২০২৫ সালের উইকিপিডিয়া ‘ইয়্যার ইন রিভিউ’ মূলত ব্যক্তিগত তথ্য দেখাবে। এতে দেখা যাবে আপনি মোট কত মিনিট পড়েছেন। কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি আগ্রহ ছিল, সেটাও জানা যাবে। উদাহরণস্বরূপ, কিছু ব্যবহারকারী ২০০৬ সালের পর লগ-ইন করেননি। তাদের আগ্রহের বিষয় ছিল ফাইবার-অপটিক ইন্টারনেট সার্ভিস এবং ২০০৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারনেট প্রপার্টিজ।
ফিচারটি শুধু ব্যক্তিগত তথ্য দেখায় না। পুরো উইকিপিডিয়ার কার্যক্রমের বার্ষিক সারসংক্ষেপও দেখায়। এটি গ্রাফিক্যাল ফরম্যাটে করা হয়েছে। স্পটিফাই র্যাপডের মতো ভিজ্যুয়ালাইজেশন ব্যবহার করা হয়েছে।
ইংরেজি ভাষার সবচেয়ে বেশি পড়া আর্টিকেলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চার্লি কার্ক এবং ২০২৫ সালে মৃত্যুর তথ্য। এটি দেখায় মানুষের মধ্যে মৃত্যু বিষয়ক কৌতূহল এখনও বেশি। উইকিপিডিয়া জানিয়েছে, এ বছরের মধ্যে এডিটর্সের মাধ্যমে সাইটে ৬৬ মিলিয়নের বেশি পরিবর্তন করা হয়েছে। পুরো তালিকাও ওয়েবসাইটে দেখা যাবে।
আপনার মোবাইল অ্যাপ চালু করলে ‘ইয়্যার ইন রিভিউ’-এর পপ-আপ দেখতে পাবেন। যদি না আসে, তবে অ্যান্ড্রয়েড অ্যাপের ‘মোর’ মেনু বা আইওএস-এ প্রোফাইল পেজ থেকে খুঁজে পাওয়া যাবে।
যারা এবার মিস করেছেন, তারা আগামী বছরে সালতামামিতে অংশ নিতে চাইলে এখনই অ্যাপ ডাউনলোড করতে পারেন।
উইকিপিডিয়ার এই উদ্যোগ ব্যবহারকারীদের তথ্য মূল্যায়ন করতে সাহায্য করবে। আগ্রহের বিষয় চিহ্নিত করা যাবে। নতুন বিষয় শেখার জন্য এটি কার্যকর হবে। তরুণ পাঠকদের জন্য এটি শিক্ষণীয় এবং আকর্ষণীয় ফিচার হিসেবে কাজ করবে।
সূত্র : দ্য ভার্জ