বিনামূল্যে এআই ব্যবহার সীমিত করেছে ওপেনএআই ও গুগল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

বিনামূল্যে এআই ব্যবহার সীমিত করেছে ওপেনএআই ও গুগল
ছবি : টেক রাডার

বিনামূল্যে এআই মডেল ব্যবহারকারীদের জন্য নতুন সীমাবদ্ধতা চালু করল ওপেনএআই ও গুগল। ‘সোরা’, ‘জেমিনি ৩ প্রো’ ও ‘ন্যানো বানানা প্রো’ এবার আগের তুলনায় কমবার ব্যবহার করা যাবে। নতুন নিয়ম বিশেষ করে ভিডিও এবং ছবি তৈরির ক্ষেত্রে সীমা নির্ধারণ করছে।

ওপেনএআইয়ের ভিডিও তৈরি অ্যাপ ‘সোরা ২’-এর বিনামূল্যের ব্যবহারকারীরা এখন দিনে সর্বোচ্চ ছয়বার ভিডিও তৈরি করতে পারবেন। সোরা বিভাগের প্রধান বিল পিবলস এক্সে জানিয়েছেন, সার্ভারের ওপর চাপ কমাতে এবং আরও ব্যবহারকারীকে সুযোগ দিতে এই সীমা রাখা হয়েছে।

গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৩ প্রো’ গত সপ্তাহে সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল। শুরুতে বিনামূল্যে ব্যবহারকারীরা দিনে পাঁচটি প্রম্পট ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন থেকে তারা শুধু বেসিক সুবিধাগুলো পাবেন।

‘ন্যানো বানানা প্রো’ অ্যাপের মাধ্যমে ছবি তৈরির ক্ষেত্রে প্রতিদিন বিনামূল্যে সর্বোচ্চ দুটি ছবি তৈরি করা যাবে। আগের তুলনায় ব্যবহারকারীদের সুযোগ কমানো হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও এবং ছবি তৈরি করতে অনেক কম্পিউটিং শক্তি লাগে। তাই সার্ভারের ভার কমাতে বিনামূল্যের ব্যবহারকারীদের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলো আশা করছে, ব্যবহারকারীরা প্রিমিয়াম সুবিধার দিকে বেশি নজর দেবেন।

নতুন নিয়ম প্রযুক্তিপ্রেমীদের জন্য চ্যালেঞ্জ হলেও সার্ভারের স্থিতিশীলতা ও সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক হবে। বিনামূল্যের ব্যবহারকারীরাও প্রতিদিন নির্ধারিত সংখ্যক ভিডিও ও ছবি তৈরি করতে পারবেন।

সূত্র: টেক রাডার