সোশ্যাল মিডিয়ায় অটোপ্লে বন্ধ করার সহজ উপায়

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

সোশ্যাল মিডিয়ায় অটোপ্লে বন্ধ করার সহজ উপায়
ছবি : সংগৃহীত

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিউজফিড স্ক্রল করার সময় ভিডিও ও জিআইএফ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়া খুবই সাধারণ। অনেক সময় এটি বিরক্তিকর হয়, আবার কারও কারও মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যায়। কেউ কেউ আকস্মিকভাবে ভাইরাল কোনো ভিডিও না দেখে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। তবে অটোপ্লে বন্ধ করা খুব সহজ। জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মে কীভাবে এটি করা যায়, নিচে দেখানো হলো।

ফেসবুক

ফেসবুকে অটোপ্লে বন্ধ করতে প্রথমে প্রোফাইল ছবির আইকনে ক্লিক করুন। ওয়েব সংস্করণে এটি উপরের ডানদিকে, মোবাইল অ্যাপে নিচের নেভিগেশন বারে পাওয়া যাবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি > প্রেফারেন্সেস > মিডিয়া যান। ভিডিও প্লেব্যাক অপশনটি “নেভার” করুন। এরপর আর ভিডিও বা স্টোরিজ স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।

প্রক্রিয়াটি হলো: সেটিংস > প্রেফারেন্সেস > মিডিয়া > ভিডিও প্লেব্যাক > নেভার

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে সরাসরি অটোপ্লে বন্ধ করার অপশন নেই। তবে ডাটা খরচ কমিয়ে স্বয়ংক্রিয় ভিডিও চালু হওয়া অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। প্রোফাইল থেকে ডানদিকে তিন দাগওয়ালা মেনুতে ক্লিক করুন। এরপর সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি > ইয়োর অ্যাপ অ্যান্ড মিডিয়া > মিডিয়া কোয়ালিটি যান। এখানে ইউজ লেস সেলুলার ডাটা চালু করুন। এতে করে ওয়াই-ফাই ছাড়া ভিডিও চালু হতে দেরি করবে। এছাড়া পোস্টে নিজে ক্লিক না করলে সাউন্ডও বাজবে না।

প্রক্রিয়াটি হলো: প্রোফাইল > সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি > ইয়োর অ্যাপ অ্যান্ড মিডিয়া > মিডিয়া কোয়ালিটি > ইউজ লেস সেলুলার ডাটা

এক্স (সাবেক টুইটার)

এক্স-এ অটোপ্লে বন্ধ করতে প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি > এক্সেসিবিলিটি, ডিসপ্লে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস > ডাটা ইউসেজ যান। ভিডিও অটোপ্লে বন্ধ করুন। চাইলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি > ডিসপ্লে অ্যান্ড সাউন্ড এ গিয়ে মিডিয়া প্রিভিউসও বন্ধ করতে পারেন। এতে ছবি বা ভিডিওর প্রিভিউও স্বয়ংক্রিয়ভাবে দেখাবে না।

প্রক্রিয়াটি হলো: সেটিংস অ্যান্ড প্রাইভেসি > এক্সেসিবিলিটি, ডিসপ্লে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস > ডাটা ইউসেজ > ভিডিও অটোপ্লে

অতিরিক্ত: সেটিংস অ্যান্ড প্রাইভেসি > ডিসপ্লে অ্যান্ড সাউন্ড > মিডিয়া প্রিভিউস

ব্লুস্কাই

ব্লুস্কাই অ্যাপে উপরের বাঁ দিকের তিন দাগওয়ালা মেনুতে ক্লিক করুন। এরপর সেটিংস > কনটেন্ট অ্যান্ড মিডিয়া যান। “অটোপ্লে ভিডিওস অ্যান্ড জিআইএফস” অপশনটি বন্ধ করুন।

প্রক্রিয়াটি হলো: সেটিংস > কনটেন্ট অ্যান্ড মিডিয়া > অটোপ্লে ভিডিওস অ্যান্ড জিআইএফস