অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে আপনার স্মার্টফোন এখন আরও স্মার্ট

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে আপনার স্মার্টফোন এখন আরও স্মার্ট
ছবি : টেকক্রাঞ্চ

গুগল সম্প্রতি প্রকাশ করেছে নতুন অ্যান্ড্রয়েড ১৬ আপডেট, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং ব্যক্তিগত করছে। পিক্সেল ডিভাইসের জন্য প্রথমে চালু হওয়া এই আপডেটে এসেছে এআই-ভিত্তিক নোটিফিকেশন সারসংক্ষেপ, কাস্টমাইজেশন অপশন এবং দৈনন্দিন কাজগুলো আরও স্মার্টভাবে করার সুযোগ।

এআই নোটিফিকেশন সারসংক্ষেপ

নতুন এআই নোটিফিকেশন সারসংক্ষেপের মাধ্যমে দীর্ঘ মেসেজ ও গ্রুপ চ্যাটগুলো সংক্ষেপে দেখা যাবে। ব্যবহারকারীরা মাত্র এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ‘নোটিফিকেশন অর্গানাইজার’ স্বয়ংক্রিয়ভাবে কম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেমন প্রোমোশন, খবর বা সোশ্যাল অ্যালার্ট আলাদা করে সাইলেন্ট করে রাখবে।

কাস্টমাইজেশন আরও সহজ

ডিভাইসের চেহারা ও ব্যবহারকারী অভিজ্ঞতা কাস্টমাইজ করা এখন আরও সহজ। ব্যবহারকারীরা কাস্টম আইকন আকার, থিমযুক্ত আইকন ব্যবহার করতে পারবেন। এমনকি লাইট মোড অ্যাপও স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোডে ব্যবহার করা যাবে। প্যারেন্টাল কন্ট্রোলের নতুন বিকল্প পিতামাতাদের সন্তানের স্ক্রিন সময়, ডাউনটাইম শিডিউল এবং অ্যাপ ব্যবহারের নিয়ন্ত্রণ সহজ করবে।

জরুরি কল ও এক্সপ্রেসিভ ক্যাপশন

‘কল রিজন’ বেটা ফিচার ব্যবহারকারীদের জরুরি কল চিহ্নিত করতে সাহায্য করবে। কল রিসিভারের স্ক্রিনে দেখানো হবে কলটি সময় সংবেদনশীল। কল মিস হলে এই জরুরি নোট কল হিস্টরিতে থাকবে। নতুন ‘এক্সপ্রেসিভ ক্যাপশন’ ফিচার ভিডিও মেসেজ বা সোশ্যাল পোস্টের আবেগকে (দুঃখিত) বা (খুশি) হিসেবে দেখাবে। শব্দ বন্ধ থাকলেও পুরো প্রসঙ্গ বোঝার সুবিধা থাকবে।

গ্রুপ চ্যাট ও ব্রাউজার সুবিধা

অজানা নম্বর থেকে গ্রুপে যুক্ত হলে ব্যবহারকারীরা সতর্কবার্তা পাবেন। দ্রুত উত্তর দেওয়া, গ্রুপ ত্যাগ করা বা ব্লক করা সহজ হবে। ক্রোম ব্রাউজারে পিন করা ট্যাবও ডেস্কটপের মতো কাজ করবে, যাতে পেজ আগের অবস্থায় থেকে দেখা যায়।

সার্কেল টু সার্চ ও এক্সেসিবিলিটি

‘সার্কেল টু সার্চ’ ফিচার আপডেট হয়েছে। সন্দেহজনক মেসেজ চিহ্নিত করতে এখন এআই সহায়তা পাওয়া যাবে। পিক্সেল ক্যামেরার ‘গাইডেড ফ্রেম’ আরও বিস্তারিত বর্ণনা দেবে, যেমন ‘একটি হলুদ টি-শার্ট পরা মেয়ে সোফায় বসে কুকুরের দিকে তাকাচ্ছে।’ ভয়েস অ্যাক্সেস হ্যান্ডস-ফ্রি হয়ে গেছে, শুধু ‘হে গুগল, স্টার্ট ভয়েস অ্যাক্সেস’ বললেই ফোন নিয়ন্ত্রণ শুরু করা যাবে।

নতুন অ্যান্ড্রয়েড ১৬ আপডেট ব্যবহারকারীদের প্রতিদিনের ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, সহজ ও ব্যক্তিগত করে তুলছে।

সূত্র : টেক ক্রাঞ্চ