ভ্রমণে ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করবেন যেভাবে
ভ্রমণে বেরিয়ে সিগন্যাল হারালে নেভিগেশন বন্ধ হয়ে যায়। নতুন শহর, পাহাড়ি পথ বা দুর্বল নেটওয়ার্কের এলাকায় তখন দিক নির্ধারণ কঠিন হয়ে পড়ে। অথচ গুগল ম্যাপসের অফলাইন ম্যাপ ফিচার আগে থেকে ব্যবহার করলে ইন্টারনেট না থাকলেও পথ খুঁজে পাওয়া যায় সহজে। তরুণ ভ্রমণকারীদের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি ফিচার।
অফলাইন ম্যাপ কেন এত গুরুত্বপূর্ণ
গুগলের অফিসিয়াল তথ্য অনুযায়ী, গুগল ম্যাপস অ্যাপে নিজের প্রোফাইল আইকনে চাপলে অফলাইন ম্যাপস অপশন পাওয়া যায়। সেখান থেকে প্রয়োজনীয় এলাকার মানচিত্র নামিয়ে রাখলে নেটওয়ার্ক না থাকলেও ফোনের জিপিএস ব্যবহার করে নেভিগেশন চালানো যায়। জিপিএস ইন্টারনেটের উপর নির্ভর করে না। তাই সিগন্যাল না থাকলেও অবস্থান শনাক্ত করতে সমস্যা হয় না।

অফলাইন ম্যাপ ডাউনলোড করবেন যেভাবে
- অ্যাপ খুলে প্রোফাইল আইকনে চাপুন। অফলাইন ম্যাপস অংশে গিয়ে ‘চুজ ইওর ওউন’ ম্যাপ নির্বাচন করুন।
- যে জায়গায় ভ্রমণ করবেন সেই এলাকা বড় করে জুম ইন বা জুম আউট করে ঠিক করুন। এরপর ডাউনলোড বাটনে চাপলেই মানচিত্র সংরক্ষণ হয়ে যাবে।
- ইন্টারনেট ছাড়াই নেভিগেশন চালানো যাবে, তবে ট্রাফিক বা গণপরিবহনের রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে না।
স্বয়ংক্রিয় আপডেট জরুরি
ডাউনলোড করা মানচিত্র সময় সময় আপডেট হতে হয়। ওয়াইফাইয়ে যুক্ত হলে সাধারণত মানচিত্র নিজে নিজে আপডেট হয়ে যায়। তবু অটো আপডেট অপশনটি চালু আছে কি না দেখে নেওয়া ভালো। এতে পুরোনো বা ভুল মানচিত্র ব্যবহারজনিত ঝামেলা এড়ানো যায়।
নেটওয়ার্ক দুর্বল এলাকায় বেশি উপকার
অফলাইন ম্যাপ পাহাড়ি এলাকা, দূর গ্রাম, ভিড় বাজার, বেজমেন্ট পার্কিং বা যেখানে সিগন্যাল দুর্বল হয় সেখানে বেশি কাজে দেয়। বিদেশ ভ্রমণকারীদের জন্যও এটি অত্যন্ত সুবিধাজনক। রোমিং চার্জ বাঁচানো যায় এবং পুরো সফরজুড়ে নেভিগেশন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে না।
ভ্রমণের আগে যেসব প্রস্তুতি দরকার
- হোটেলের আশপাশসহ যে এলাকা ঘুরবেন সেটি একটু বিস্তৃত করে ডাউনলোড করুন। রাস্তাঘাট কখনো কখনো পরিকল্পনার বাইরে ঘুরতে পারে, তাই বেশি অংশ সেভ রাখা ভালো।
- ফোনে যথেষ্ট চার্জ রাখা প্রয়োজন, কারণ অফলাইনে জিপিএস বেশি ব্যবহার হয়।
- ফোনে এসডি কার্ড থাকলে মানচিত্র সেখানে সংরক্ষণ করা যেতে পারে। এতে মূল স্টোরেজ সাশ্রয় হয়।
সাধারণ সমস্যার সহজ সমাধান
অনেক সময় দেখা যায় মানচিত্র ঠিকমতো লোড হচ্ছে না। এর কারণ হতে পারে-
- মানচিত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া।
- ডাউনলোড করা এলাকা যথেষ্ট বড় না হওয়া।
- ফোনে পর্যাপ্ত স্টোরেজ না থাকা।
- টানেল বা ভূগর্ভস্থ স্থানে জিপিএস সিগন্যাল দুর্বল থাকা।
- ট্রাফিক বা লাইভ ডেটা নির্ভর ফিচার ব্যবহার করার চেষ্টা করা।
সাধারণত মানচিত্র আপডেট করা বা ডাউনলোডের এলাকা বড় করলে সমস্যা ঠিক হয়ে যায়।
অফলাইন ম্যাপ আরও ভালোভাবে ব্যবহার করবেন যেভাবে
- অনলাইনে থাকা অবস্থায় রুট আগে থেকে দেখে নিন।
- ডাউনলোড করা মানচিত্রের নাম বদলে রাখুন যাতে খুঁজে পাওয়া সহজ হয়।
- শক্তিশালী ওয়াইফাইয়ে মানচিত্র ডাউনলোড করুন।
- আগে থেকে সেভ করা জায়গার তথ্য অফলাইনেও দেখা যায়।
- খোলা জায়গায় ফোন রাখুন যাতে জিপিএস আরও নির্ভুলভাবে কাজ করে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া