নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে আসছে ‘কাস্টম ফিড’

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১৪:৪৯

নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে আসছে ‘কাস্টম ফিড’
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

অনেক সময় ইউটিউবে ভিডিও দেখা আমাদের পছন্দ অনুযায়ী হয় না। স্বয়ংক্রিয় প্রস্তাবিত তালিকা সব সময় আমাদের ইচ্ছার সঙ্গে মিলে না। এবার ইউটিউব সেই সমস্যার সমাধান করতে যাচ্ছে।

নতুন পরীক্ষামূলক ফিচার ‘কাস্টম ফিড’ ব্যবহারকারীদের নিজস্ব ভিডিও তালিকা তৈরি করার সুযোগ দেবে। এটি মূল হোম পেজের পাশে দেখা যাবে। ব্যবহারকারীরা এখানে নিজেদের আগ্রহ অনুযায়ী প্রম্পট লিখতে পারবেন।

এর আগে ইউটিউবের স্বয়ংক্রিয় প্রস্তাবিত তালিকা অনেক সময় ভুল ধারণা তৈরি করত। উদাহরণস্বরূপ, আপনি যদি কয়েকটি নির্দিষ্ট বিনোদনমূলক ভিডিও দেখেন, প্ল্যাটফর্ম ধরে নিত যে আপনি পুরোপুরি সেই ধরনের বিষয়ের ভক্ত। এর ফলে একই ধরনের ভিডিও বারবার দেখানো হত, যা অনেক সময় বিরক্তিকর হত।

কাস্টম ফিডের মাধ্যমে ব্যবহারকারী সরাসরি নিজের আগ্রহ অনুযায়ী ভিডিও নির্বাচন করতে পারবেন। আপনি চাইলে শুধু একটি শব্দ লিখেই ইউটিউবকে নির্দেশ দিতে পারেন। যেমন, “রান্না” লিখলে ভবিষ্যতে রান্নার ভিডিও প্রাধান্য পাবে। এতে ব্যবহারকারী শুধু নিজের পছন্দের বিষয়ের ভিডিও দেখবেন।

সাম্প্রতিক সময়ে ইউটিউব ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য দৈনিক শর্টস ভিডিও দেখার সীমা নির্ধারণ করেছে। এর পাশাপাশি নতুন ফিচার ‘এডিট উইথ এআই’ চালু হয়েছে। এটি কাঁচা ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত ভিডিও তৈরি করতে সাহায্য করবে।

বিশ্লেষকরা মনে করছেন, কাস্টম ফিড তরুণ ব্যবহারকারীদের মধ্যে বিশেষ জনপ্রিয় হবে। কারণ তারা স্বয়ংক্রিয় তালিকার চেয়ে নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে চায়। ইউটিউবের এই উদ্যোগ ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে।

ভবিষ্যতে এটি আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে। তরুণরা নিজেদের স্বাদ অনুযায়ী ভিডিও তালিকা তৈরি করতে পারলে ভিডিও দেখা হবে আরও সহজ ও আনন্দদায়ক।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস