কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আনছে গুগল

প্রযুক্তি দুনিয়ার বড় খবর হলো গুগল অবশেষে কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আনছে। এ ঘোষণা এসেছে কোয়ালকমের সাম্প্রতিক স্ন্যাপড্রাগন সামিট থেকে, যা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মাউইতে। অনুষ্ঠানে কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো আমন জানান, অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএস একত্র করে গুগল একটি নতুন কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করছে।
গুগলের পরিকল্পনা
গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম প্রধান সামির সামাত বলেন, ‘এটা এমন কিছু যা নিয়ে আমরা আগামী বছরের জন্য ভীষণ উচ্ছ্বসিত।’ তার মতে, দীর্ঘদিন ধরে ল্যাপটপের জন্য ক্রোম ওএস চালু রয়েছে এবং সেটি গুগলের জন্য সফল হয়েছে। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ট্যাবলেটও দিন দিন উৎপাদনশীলতার যন্ত্রে রূপ নিচ্ছে। এখন লক্ষ্য হলো অ্যান্ড্রয়েডে কৃত্রিম বুদ্ধিমত্তার যে উন্নয়ন হচ্ছে, তা দ্রুত ল্যাপটপেও আনা এবং পুরো অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে একসঙ্গে সহজে কাজে লাগানো।
নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি
গুগলের পরিকল্পনা হলো ক্রোম ওএস–এর অভিজ্ঞতাকে অ্যান্ড্রয়েডের প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করা। এই মিশ্রণই আগামী বছর ব্যবহারকারীদের জন্য আসছে। সামির সামাতের ভাষায়,‘আমরা শুধু প্রযুক্তিকে একসঙ্গে করছি না, বরং ল্যাপটপকে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের বাকি অংশের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করছি।’
কোয়ালকমের ভূমিকা
তবে গুগল ও কোয়ালকম কীভাবে একসঙ্গে কাজ করছে, তার সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ পায়নি। কোয়ালকম শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য নয়, এখন পিসি প্রসেসরের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি এ বছর নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ উন্মোচন করেছে, যা আগামী স্যামসাং গ্যালাক্সির মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহৃত হতে পারে। পাশাপাশি পিসির জন্যও এনেছে স্ন্যাপড্রাগন এক্স২ এলিট ও এলিট এক্সট্রিম, যা নাকি উইন্ডোজ পিসির মধ্যে সবচেয়ে শক্তি-সাশ্রয়ী চিপ হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
আগামীর সম্ভাবনা
যদিও এই ঘোষণায় সরাসরি গুগল বা অ্যান্ড্রয়েডের নাম আসেনি, তবু ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ফর পিসি প্রকল্পের লক্ষ্যই হবে এসব শক্তিশালী প্রসেসরকে কাজে লাগানো। আর গুগল যদি ল্যাপটপে অ্যান্ড্রয়েড চালু করে, তাহলে সেটি ক্রোম ওএস এর বিকল্প নয়, বরং একটি সমন্বিত রূপ হতে পারে।
ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এই উদ্যোগ অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করবে। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ সকল ডিভাইসে একই প্ল্যাটফর্ম কাজ করলে ব্যবহারকারীরা উপকৃত হবেন। অ্যাপ ডেভেলপারদের জন্যও এটি হবে নতুন সুযোগ।
আগামী বছর ‘অ্যান্ড্রয়েড ফর পিসি’ কেমন চেহারা নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়। তবে গুগলের বক্তব্য স্পষ্ট, তারা চায় ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড একসঙ্গে মিশে যাক এবং ব্যবহারকারীরা সহজ ও কার্যকর অভিজ্ঞতা পান।
সূত্র : দ্য ভার্জ