হলিউডে এআই অভিনেতারা কি মানুষের জায়গা নিতে সক্ষম?

হলিউডের ভক্তরা পছন্দের অভিনেতার অসাধারণ অভিনয় প্রতিভার জন্য সিনেমা উপভোগ করেন। কিন্তু এবার প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি মানুষ আর অভিনয়শিল্পে অপরিহার্য থাকবে? লন্ডনভিত্তিক ট্যালেন্ট এজেন্সি জিকোয়া সম্প্রতি উন্মোচন করেছে টিলি নরউড নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভিনেতা।
নতুন এআই অভিনেতা টিলি নরউড
জিকোয়া নরউডকে স্কারলেট জোহানসনের উত্তরসূরি হিসেবে উপস্থাপন করেছে। তার প্রথম প্রদর্শনী হয়েছিল জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে তার অভিনয়ের ফুটেজ দেখানো হয়েছিল। এরপর খবর আসে যে, একাধিক ট্যালেন্ট এজেন্সি নরউডের প্রতিনিধি হিসেবে জিকোয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে।
গিল্ড ও অভিনেতাদের উদ্বেগ
এসএজি-এএফটিআরএ দ্রুত নরউডের উন্নয়নকে নিন্দা জানিয়েছে। তারা বলেছে,‘টিলি নরউড কোনো মানুষ নয়, এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা অসংখ্য পেশাদার অভিনেতার কাজ ব্যবহার করে তৈরি করা হয়েছে তবে বিনা অনুমতি বা পারিশ্রমিকে।’
গিল্ড আরও যুক্তি দিয়েছে, এই প্রযুক্তি মানুষকে চাকরি হারানোর ঝুঁকিতে ফেলে এবং মানব শিল্পের মূল্য কমায়। অভিনেতা এমিলি ব্লান্ট বলেছেন,‘এটি ভয়ঙ্কর। আমাদের মানুষের সংযোগ খারাপ হচ্ছে।’ মেলিসা বারেরা ও মারা উইলসনও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন। নাটাশা লিওন বলেন, ‘যে কোনো ট্যালেন্ট এজেন্সি যা এতে যুক্ত, তা গিল্ডের পক্ষ থেকে বয়কট হওয়া উচিত।’
এআই কি নতুন সৃজনশীল হাতিয়ার?
পার্টিকল সিক্স এর সিইও এলিন ভ্যান ডার ভেলডেন নরউডের নির্মাণকে প্রতিরক্ষা করেছেন। তিনি বলেছেন,‘এআই মানুষকে প্রতিস্থাপন করে না, এটি কল্পনার নতুন পেইন্টব্রাশ। যেমন অ্যানিমেশন, পাপেট্রি বা সিজিআই নতুন সম্ভাবনা দিয়েছে, তেমনি এআইও গল্প নির্মাণে নতুন দিগন্ত দেখিয়েছে।’
তিনি আরও বলেন, টিলি নরউডের চরিত্র জীবন্ত করার জন্যও সময়, দক্ষতা এবং ধারাবাহিক কাজ প্রয়োজন।
প্রতিক্রিয়া ও সীমাবদ্ধতা
নরউডের প্রথম সিনেমা এআই কমিশনার দুই মাস আগে মুক্তি পেয়েছে এবং ইউটিউবে ৭ লাখের বেশি দর্শক পেয়েছে। তবে প্রাথমিকভাবে দর্শকরা ভিজ্যুয়াল এবং সংলাপে কিছু অস্পষ্টতা লক্ষ্য করেছেন। এ ছাড়া হলিউডের সিনেমা খরচ বৃদ্ধি ও দর্শকসংখ্যা কমার কারণে অনেক স্টুডিও অর্থনৈতিক কারণে এআই ব্যবহার বিবেচনা করতে পারে।
এআই অভিনেতার সুবিধা ও ঝুঁকি
কৃত্রিম অভিনেতারা বেতন, অবসরভাতা, ইউনিয়ন সদস্যপদ বা খাবারের প্রয়োজন হয় না। তারা বয়স বাড়ায় না, বিশ্রাম নেয় না এবং কোনো আর্টিস্টিক দাবি করে না। এমনকি কোনো পাবলিক রিলেশন স্ক্যান্ডাল তৈরি করার সম্ভাবনা কম। অর্থাৎ, ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে এটি লাভজনক।
যদিও প্রযুক্তি অনেক সম্ভাবনা দেখাচ্ছে, তবুও মানব অভিনয়ের সৃজনশীলতা ও সংযোগ সহজে প্রতিস্থাপিত হবে না। হলিউডের শিল্পীরা, দর্শকরা এবং গিল্ডগুলো এখন নতুন যুগের অভিনয় কৌশল ও নৈতিকতার মধ্যে ভারসাম্য খুঁজছে। এআই কি শুধুই সৃজনশীল হাতিয়ার, নাকি মানুষের জায়গা দখলের হুমকি, তা আগামী বছরের চলচ্চিত্রে পরিষ্কার হবে।
সূত্র: টেকনোলজি ম্যাগাজিন