নিরাপদ ও কার্যকরভাবে ইয়ারবাডস পরিষ্কার করার ৫ কৌশল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

নিরাপদ ও কার্যকরভাবে ইয়ারবাডস পরিষ্কার করার ৫ কৌশল

প্রতিদিনই আমরা ইয়ারবাডস ব্যবহার করি। মেট্রোতে গান শোনার সময়, জিমে ঘাম ঝরানোর পর, অনলাইন মিটিংয়ে বা প্রিয় সিরিজ দেখার সময় ইয়ারবাড আমাদের সঙ্গী। কিন্তু একটা সত্য হলো, এই ছোট গ্যাজেটে খুব দ্রুত ঘাম, কানের ময়লা, ধুলো আর তেল জমে। এতে শুধু চেহারাই নোংরা হয় না, শব্দও আটকে যায়, ব্যাটারি কম টিকে এবং দীর্ঘদিন পরিষ্কার না রাখলে কানে ইনফেকশনও হতে পারে।

ইয়ারবাডস পরিষ্কার করতে দামি কোনো কিটের দরকার নেই। ঘরের সাধারণ কিছু জিনিস আর সামান্য যত্নেই এগুলোকে নতুনের মতো করে তোলা যায়। সিলিকন টিপস ধোয়া ও চার্জিং কেস মুছে ফেললে কয়েক মিনিটেই ইয়ারবাডস আবার ঝকঝকে হয়ে উঠবে।

চলুন জেনে নেওয়া যাক নিরাপদ ও কার্যকরভাবে ইয়ারবাড পরিষ্কার করার পাঁচটি সহজ উপায় সম্পর্কে-

১. সিলিকন বা ফোম টিপস ধুয়ে ফেলুন
যদি আপনার ইয়ারবাডের আলাদা টিপস থাকে, সেগুলো আস্তে ঘুরিয়ে খুলে ফেলুন। একটি ছোট বাটিতে কুসুম গরম পানিতে অল্প সাবান মিশিয়ে রাখুন। টিপসগুলো ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর আঙুল বা কটন বাড দিয়ে ময়লা পরিষ্কার করুন। ভালোভাবে ধুয়ে নরম কাপড়ে শুকিয়ে নিন। ফোম টিপস বেশি সময় ভিজিয়ে রাখবেন না, কারণ এগুলো সহজেই পানি শোষণ করে।

২. মেশ স্ক্রিন থেকে ময়লা সরান
ইয়ারবাডের মেশ অংশে ময়লা জমে গেলে শব্দ মৃদু শোনা যায়। মেশ নিচের দিকে করে ধরে নরম ব্রাশ বা পুরোনো টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ব্রাশ করুন। যদি ময়লা শক্তভাবে লেগে থাকে, তবে সামান্য রাবিং অ্যালকোহল লাগানো কটন বাড দিয়ে হালকাভাবে মুছে নিন। খুব বেশি চাপ দেবেন না, এতে ময়লা আরও ভেতরে ঢুকে যেতে পারে।

৩. ইয়ারবাডের বাইরের অংশ মুছে নিন
বাইরের খোলসে ত্বকের তেল, ঘাম ও ধুলো লেগে থাকে। মাইক্রোফাইবার কাপড় দিয়ে আস্তে মুছে ফেলুন। জীবাণুমুক্ত করতে সামান্য রাবিং অ্যালকোহল লাগানো কাপড় বা কটন বাড ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, কোনো তরল যেন ইয়ারবাডের ছিদ্রের ভেতরে না যায়।

৪. চার্জিং কেস পরিষ্কার করুন
চার্জিং কেস প্রতিদিন ব্যবহৃত হলেও অনেকেই সেটি পরিষ্কার করতে ভুলে যান। প্রথমে ভেতর ও বাইরে শুকনো কাপড়ে মুছে নিন। কোণ বা চার্জিং পিনে জমে থাকা ধুলো তুলতে কটন বাড ব্যবহার করুন। যদি দাগ শক্ত হয়, সামান্য অ্যালকোহল লাগানো বাড দিয়ে পরিষ্কার করুন। এরপর ভালোভাবে শুকিয়ে নিন, তারপর ইয়ারবাড কেসে রাখুন।

৫. কভার ধুয়ে ফেলুন
ইয়ারবাডের সঙ্গে থাকা কাপড়ের পাউচ বা কভারও পরিষ্কার রাখা জরুরি। গরম পানিতে অল্প সাবান মিশিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। ভালোভাবে ধুয়ে ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে নিন। এতে ধুলো বা লিন্ট জমে ইয়ারবাড আবার নোংরা হওয়ার সম্ভাবনা কমে যায়।

ইয়ারবাডস ছোট একটি জিনিস, কিন্তু প্রতিদিনের জীবনে এর ভূমিকা অনেক বড়। নিয়মিত পরিষ্কার রাখলে শব্দ আরও স্পষ্ট হয়, ডিভাইসের আয়ু বাড়ে এবং কানের ইনফেকশন থেকেও সুরক্ষা পাওয়া যায়।

এই পাঁচটি সহজ পদ্ধতি মেনে সপ্তাহে একবার ইয়ারবাডস পরিষ্কার করুন। আলাদা কোনো খরচ ছাড়াই আপনার ইয়ারবাড থাকবে একদম নতুনের মতো, আর প্রতিবার গান চালালেই আপনি পার্থক্য টের পাবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া