ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে উদ্ধার করবেন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৬

ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে উদ্ধার করবেন
ছবি : সংগৃহীত

ইন্টারনেট সংযোগ এখন বাসা, অফিস ও ব্যক্তিগত ব্যবহারে অপরিহার্য। কিন্তু অনেক সময় ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে যুক্ত থাকায় ব্যবহারকারীরা পাসওয়ার্ড ভুলে যান। নতুন ডিভাইসে সংযোগ দেওয়ার সময় বা পরিচিত কারো সঙ্গে নেটওয়ার্ক ভাগ করার সময় সমস্যায় পড়তে হয়। তবে বিভিন্ন অপারেটিং সিস্টেমে সংরক্ষিত পাসওয়ার্ড সহজে দেখা বা উদ্ধার করা সম্ভব।

উইন্ডোজে পাসওয়ার্ড দেখা

উইন্ডোজে সংযুক্ত নেটওয়ার্কের পাসওয়ার্ড কন্ট্রোল প্যানেলের মাধ্যমে সহজে দেখা যায়। ব্যবহারকারী নেটওয়ার্কের ওয়্যারলেস ফিচার খুলে নিরাপত্তা অংশে “শো পাসওয়ার্ড” টিক দিলে তা দেখা যাবে। চাইলে কম্পিউটারের অতিরিক্ত সরঞ্জাম ব্যবহার করেও সংরক্ষিত পাসওয়ার্ড উদ্ধার করা যায়।

ম্যাক ওএসে পাসওয়ার্ড উদ্ধার

ম্যাকের কী-চেইন অ্যাক্সেস নামের নিরাপদ ভাণ্ডারে পাসওয়ার্ড সংরক্ষিত থাকে। ব্যবহারকারী অ্যাপ্লিকেশন থেকে কী-চেইন খুলে নেটওয়ার্কের নাম খুঁজে পাসওয়ার্ড দেখতে পারেন। অ্যাডমিনিস্টেশন সুরক্ষা নিশ্চিত করার পর তা দেখা যায়।

অ্যানড্রয়েডে পাসওয়ার্ড দেখা

সাম্প্রতিক অ্যানড্রয়েড সংস্করণে সংরক্ষিত পাসওয়ার্ড ‘কিউআর’ সংকেতসহ দেখা যায়। ব্যবহারকারী সেটিংস থেকে নেটওয়ার্ক নির্বাচন করে শেয়ার অপশন চাপলেই স্ক্রিনে প্রদর্শিত কিউআর সংকেতের নিচে পাসওয়ার্ড পাওয়া যায়।

আইফোনে পাসওয়ার্ড দেখা

আইওএস ১৬ বা পরবর্তী সংস্করণে সরাসরি পাসওয়ার্ড দেখা যায়। ব্যবহারকারী সেটিংস থেকে ওয়াই-ফাই নির্বাচন করে তথ্য চিহ্নে চাপ দিলে মুখ বা আঙুল শনাক্তকরণের মাধ্যমে পাসওয়ার্ড দেখতে পারেন।

নিরাপদ ব্যবহারের টিপস

নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, রাউটারের তথ্য নিরাপদ স্থানে সংরক্ষণ করা এবং বিশ্বস্ত পাসওয়ার্ড ব্যবস্থাপক ব্যবহার করা জরুরি।

এইভাবে ব্যবহারকারীরা সহজেই ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন, সাথে নেটওয়ার্কের নিরাপত্তাও নিশ্চিত হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া