চ্যাটজিপিটিতে এবার গ্রুপ চ্যাট সুবিধা পেল ব্যবহারকারীরা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৩

চ্যাটজিপিটিতে এবার গ্রুপ চ্যাট সুবিধা পেল ব্যবহারকারীরা

যোগাযোগের ধরন ক্রমশ বদলছে। এবার চ্যাটজিপিটিতে চালু হলো গ্রুপ চ্যাটের সুবিধা। ব্যবহারকারীরা একসঙ্গে আলোচনা করতে, নতুন আইডিয়া তৈরি করতে এবং কাজের সহযোগিতা করতে পারবে। ফলে, পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে দ্রুত সংযুক্ত থাকার সুযোগ আরও সহজ হয়ে উঠেছে।

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধা চালু করেছে ওপেনএআই। তারা জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে একাধিক মানুষের সঙ্গে একসাথে চ্যাট করতে পারবেন। তবে ব্যক্তিগত চ্যাটের সুযোগ আগের মতো থাকবে। নতুন সুবিধা প্রথমে যারা উন্নত সেবা ব্যবহার করেন তাদের জন্য দেওয়া হবে। পরে সাধারণ ব্যবহারকারীরাও ধীরে ধীরে এটি পাবেন।

প্রাথমিকভাবে ফিলিপাইন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ব্যবহারকারীরা সুবিধা পাবেন। ধাপে ধাপে বিশ্বের অন্যান্য ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। ব্যবসায়ী ও বড় প্রতিষ্ঠানের জন্যও একই সুযোগ চালু হয়েছে।

ওপেনএআই-এর ব্লগে বলা হয়েছে, এই ফিচারের লক্ষ্য ব্যবহারকারীদের বন্ধু, পরিবার ও পরিচিতদের সঙ্গে সহজে সংযুক্ত রাখা। একসঙ্গে কাজ করা, আলোচনা করা এবং নতুন কিছু তৈরি করা এবার আরও সহজ হবে।

কীভাবে গ্রুপ চ্যাট শুরু করবেন

  • একটি চ্যাট উইন্ডো খুলুন।
  • উপরের ডানদিকের ‘অ্যাড নিউ পিপল’ আইকনে ক্লিক করুন।
  • একটি লিঙ্ক তৈরি হবে। যাদের চ্যাটে যোগ দিতে চান, তাদের কাছে সেই লিঙ্ক পাঠান।

কীভাবে চ্যাট-এ যোগ দেবেন

  • প্রেরিত লিঙ্কে ক্লিক করুন।
  • প্রোফাইল সেট করুন, নিজের নাম লিখুন।
  • এরপর আলোচনা শুরু করুন।

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে সহজে ভাব বিনিময় করতে পারবে। ওপেনএআই আশা করছে, এতে সহযোগিতা ও সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে।