আইফোন ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ পিসির ৫ প্রয়োজনীয় অ্যাপ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১৫:৫৯

আইফোন ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ পিসির ৫ প্রয়োজনীয় অ্যাপ
ছবি : মেক ইউজ অব

বর্তমানে আইফোন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই উইন্ডোজ পিসি ব্যবহার করেন। যদিও অ্যাপল ডিভাইসগুলো ম্যাকের সঙ্গে সহজে সংযুক্ত হয়। তবে উইন্ডোজে কিছু বিশেষ অ্যাপ ব্যবহার করলেই আইফোনের সুবিধা প্রায় একইভাবে পাওয়া যায়। ছবি, ফাইল, মেসেজ, কল এবং ব্যাকআপ সব কিছুই করা সম্ভব ডেস্কটপ থেকে। এই লেখায় এমন ৫টি অপরিহার্য অ্যাপের বিষয়ে তুলে ধরা হলো, যা আপনার পিসি ও আইফোনকে আরও নিকট ও কর্মবান্ধব করে তুলবে।

১. লোকালসেন্ড

 

লোকালসেন্ড ব্যবহার করে আপনার আইফোন ও পিসির মধ্যে এয়ারড্রপের মতো ফাইল শেয়ার করতে পারবেন। দুই ডিভাইসই একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকতে হবে। পুরো ট্রান্সফার লোকাল নেটওয়ার্কের মধ্যে হওয়ায় দ্রুত এবং নিরাপদ। এটি ওপেন সোর্স এবং ক্রস-প্ল্যাটফর্ম।

২. ক্যামো স্টুডিও 

ল্যাপটপের ওয়েবক্যামের চেয়ে অনেক ভালো মানের ভিডিও কল করতে চাইলে ক্যামো স্টুডিও ব্যবহার করুন। এই পদ্ধতিতে আইফোনকে কেবল বা ওয়্যারলেস মাধ্যমে পিসির সঙ্গে সংযুক্ত করা যায়। ফ্রি ভার্সন পাওয়া যায় ৭২০পি কোয়ালিটিরি ভিডিও ও প্রিমিয়ামে ১০৮০পি ও ৪কে ভিডিও পাওয়া যায়।

৩. ফোন লিংক

 

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য পিসিতে নোটিফিকেশন দেখা, কল করা এবং মেসেজ পাঠানোর সুবিধা ভোগ করতে ব্যবহার করা হয়। এই মাধ্যমে ছবি বা ফাইলও সহজে ট্রান্সফার করা যায়।

৪. আইক্লাউড

আইক্লাউড পিসিতে ইনস্টল করলে ফটো, ফাইল, পাসওয়ার্ড এবং ক্যালেন্ডারসহ সব ডেটা এক জায়গায় দেখা যায়। উইন্ডোজ ফটো ও ফাইল এক্সপ্লোরারসহ অন্যান্য ব্রাউজারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক সহজে হয়।

৫. অ্যাপল ডিভাইসেস

 

আইফোনের লোকাল ব্যাকআপ নেওয়া, সফটওয়্যার আপডেট করা বা রিস্টোর করতে অ্যাপল ডিভাইসেস অ্যাপ ব্যবহার করুন। এটি ক্লাউডের বাইরে পিসিতে ডেটা নিয়ন্ত্রণের সুবিধা দিয়ে থাকে।

যদিও অ্যাপলের ইকোসিস্টেম সবথেকে সহজ অভিজ্ঞতা দেয়, উইন্ডোজ ব্যবহার করেও এই অ্যাপগুলো মাধ্যমে আইফোনের সুবিধা প্রায় সম্পূর্ণভাবে উপভোগ করা সম্ভব। আরও অনেক টুল রয়েছে যেগুলো নোট সিঙ্ক, স্ক্রিন মিররিং ও অন্যান্য বিশেষ কাজে সহায়ক।

সূত্র : মেক ইউজ অব