চ্যাটজিপিটি শুরুর গাইড
কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট ব্যবহার শুরু করবেন যেভাবে

চ্যাটজিপিটি ব্যবহার আসলে যতটা জটিল মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক সহজ। বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি হতে পারে পড়াশোনা, কাজ কিংবা দৈনন্দিন জীবনের এক অনন্য সহকারী।
চ্যাটজিপিটি চালু হওয়ার তিন বছর পূর্তির কাছাকাছি সময়ে এসে এটি এখন এক বৈশ্বিক প্রযুক্তি-ঘরানা। প্রতি সপ্তাহে প্রায় ৮০ কোটি মানুষ এটি ব্যবহার করেন। অর্থাৎ এখনো প্রায় ৭০০ কোটি মানুষ এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবটের সঙ্গে পরিচিত নন।
আপনি যদি এখনই চ্যাটজিপিটি ব্যবহার শুরু করতে চান, তাহলে এমন এক বিশাল ব্যবহারকারী সমাজে যোগ দেবেন, যারা কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এআই-এর সহায়তা নিচ্ছেন। ওপেনএআই-এর গবেষণা বলছে, অধিকাংশ মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন তথ্য খোঁজার জন্য এবং লেখালেখির সহায়তায়। মূলত চ্যাটবটগুলো তথ্য সংগঠিত করা, লেখা তৈরি করা ও নানা দৈনন্দিন কাজ সহজ করার নতুন পথ দেখাচ্ছে।
চ্যাটজিপিটি কী করতে পারে
চ্যাটজিপিটি দিয়ে আপনি প্রশ্নের উত্তর জানতে পারেন, কোনো লেখা সংক্ষেপ করতে পারেন, নতুন কনটেন্ট বা প্রবন্ধ লিখতে পারেন, কোড লিখতে পারেন কিংবা ভাষা অনুবাদ করতে পারেন। কোন সংস্করণ ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে এটি ইন্টারনেটে তথ্য খুঁজে দিতে পারে অথবা সর্বশেষ প্রশিক্ষণ ডেট পর্যন্ত তথ্য সরবরাহ করতে পারে।
এটি কোনো জাদু নয়, মূলত গাণিতিক বিশ্লেষণ। বড় ভাষা মডেলের পূর্বাভাস ও পুরোনো তথ্যের ভিত্তিতেই উত্তর তৈরি হয়। ফলে তাতে ভুল, পক্ষপাত বা অপ্রমাণিত তথ্য থাকতে পারে। তাই এটি ব্যবহার করার সময় সমালোচনামূলক চিন্তা বজায় রাখা জরুরি।
অনেকে চ্যাটজিপিটি ব্যবহার করছেন রিজ্যুমে বা কাভার লেটার তৈরিতে, চাকরির আবেদন লিখতে, বেতন বাড়ানোর দরকষাকষির চিঠি তৈরি করতে, এমনকি বাজারের অফার খোঁজা বা ফ্রিজে থাকা উপকরণ দিয়ে নতুন রেসিপি বানাতেও।
প্রথম ধাপ: চ্যাটজিপিটি সেটআপ করা
- চ্যাটজিপিটি ব্যবহার শুরু করতে পারেন সার্চ ইঞ্জিনের মতো সহজভাবে। ব্রাউজারে গিয়ে chatgpt.com খুলুন, অথবা অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
- অ্যাপ বা ওয়েবসাইট খুলে আপনার প্রশ্ন বা নির্দেশনা লিখে দিন। চাইলে ভয়েস ইনপুট ব্যবহার করতে পারেন, ফাইল যুক্ত করতে পারেন, এমনকি সার্চ ট্যাবে ট্রেন্ডিং টপিকও দেখতে পাবেন।
- আরও উন্নত ও ব্যক্তিকেন্দ্রিক সুবিধা পেতে হলে একটি অ্যাকাউন্ট খুলে লগ-ইন করা ভালো। এতে চ্যাটজিপিটি আপনার পূর্বের অনুসন্ধান থেকে প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।
- অ্যাকাউন্ট তৈরি করতে উপরের ডান পাশে সাইন-আপ বাটনে ক্লিক করুন। তারপর ফ্রি বা পেইড সদস্যতা বেছে নিতে পারবেন। বেশির ভাগ ক্ষেত্রেই ফ্রি সংস্করণ যথেষ্ট।
- দ্রুত ব্যক্তিগত ব্যবহারের জন্য মোবাইল অ্যাপ বেশি সুবিধাজনক, আর কাজের প্রয়োজনে ডেস্কটপ সংস্করণে লেখা ও ফাইল ব্যবস্থাপনা সহজ হয়। ভয়েস ইনপুট দিতে চাইলে মোবাইল অ্যাপই উপযুক্ত।
দ্বিতীয় ধাপ: ব্যবহার বুঝে নেওয়া
চ্যাটজিপিটি ব্যবহারের কোনো একক পদ্ধতি নেই। ভুল পদ্ধতি একটাই আর তা হলো-চ্যাটজিপিটির ওপর অন্ধভাবে নির্ভর করা। গুগল ও চ্যাটজিপিটি দুটিই ব্যবহার করুন এবং দুটির দেওয়া তথ্য যাচাই করুন।
- এআই কখনো ভুল করতে পারে, আবার সন্দেহজনক উৎস থেকেও তথ্য টানতে পারে। তাই প্রতিটি উত্তরের পেছনের সূত্র দেখা জরুরি।
- চ্যাটজিপিটিকে চিন্তার সহকারী বা গবেষণাসঙ্গী হিসেবে ভাবুন। নিজের কাজের প্রক্রিয়ার অংশ হিসেবে এটি ব্যবহার করুন, বিকল্প নয়।
চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন
- চ্যাটজিপিটিকে আপনি প্রায় যেকোনো প্রশ্ন করতে পারেন, তবে কখনোই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য (যেমন ক্রেডিট কার্ড নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি) দেবেন না।
- যত বেশি প্রাসঙ্গিক তথ্য দেবেন, উত্তর তত ভালো হবে। তাই প্রথম প্রশ্নেই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা ভালো।
- প্রম্পটের ধরন নির্ভর করবে আপনি কী চান তার ওপর প্রশ্ন করা, লেখা সংক্ষেপ করা, আইডিয়া বের করা, কোড লেখা বা ছবি বিশ্লেষণ করা।
পরামর্শ-ভিত্তিক উদাহরণ
ধরা যাক, আপনি গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছেন এবং জানতে চান কোন ধরনের খাদ্যাভ্যাস সবচেয়ে উপযোগী।
উদাহরণ প্রম্পট: ‘আমি ৩৬ বছর বয়সী একজন নারী, আইভিএফ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমার কোনো জটিলতা নেই, তবে এএমএইচ লেভেল কম। ডিম সংগ্রহের আগে কী ধরনের ডায়েট অনুসরণ করা উচিত?’
চ্যাটজিপিটি আপনাকে বিস্তারিত উত্তর দেবে, তবে তা পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক নাও হতে পারে। তাই প্রতিটি উত্তরের পর নতুন প্রশ্ন করে তথ্য আরও নির্ভুল করুন। আর অবশ্যই স্বাস্থ্যসংক্রান্ত কোনো পরামর্শ গ্রহণের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
ডেটা-ভিত্তিক উদাহরণ
ধরা যাক, আপনি একটি ছোট ব্যবসার মালিক এবং খরচ কমাতে চান। আপনার ব্যয়ের তালিকা চ্যাটজিপিটিতে আপলোড করে পরামর্শ চাইতে পারেন।
উদাহরণ প্রম্পট: ‘আমার গত বছরের ব্যয়ের তালিকা সংযুক্ত করলাম। খরচ কমানোর জন্য সাহায্য করুন।’
চ্যাটজিপিটি বিশ্লেষণ করে পরামর্শ দেবে, তবে প্রতিটি সংখ্যাগত তথ্য যাচাই করে নেওয়া জরুরি।
চ্যাটজিপিটি ট্রাই করে দেখুন
যদি আপনি এখনো পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে চান, তাহলে Surprise me বা Make a plan বিকল্পে ক্লিক করতে পারেন।
উদাহরণস্বরূপ, Make a plan বেছে নিলে এটি ‘পদোন্নতির পরিকল্পনা’, ‘নতুন গাড়ি কেনার পরিকল্পনা’, ‘এক সপ্তাহের খাবারের পরিকল্পনা’ কিংবা ‘বাংলাদেশে সপ্তাহান্তের পরিকল্পনা’ তৈরি করে দেবে।
খাবারের পরিকল্পনার ক্ষেত্রে আপনি শুধু ফ্রিজে থাকা উপকরণগুলোর তালিকা দিলেই চ্যাটজিপিটি পুরো সপ্তাহের খাবার পরিকল্পনা বানিয়ে দিতে পারে। এমনকি ফ্রিজের ছবিও আপলোড করে রাতের খাবারের পরামর্শ চাইতে পারেন।
এই উদাহরণগুলো দেখায়, চ্যাটজিপিটি কেবল উত্তরদাতা নয়, এটি একধরনের ‘চুজ ইয়োর ওন অ্যাডভেঞ্চার’ সঙ্গী, যা যেকোনো কাজকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে পারে।
চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করতে হলে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি অসাধারণ সহায়ক হতে পারে, তবে ভুলও করতে পারে। তাই এর দেওয়া প্রতিটি পরামর্শ যাচাই করে নিন।
কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার চিন্তা ও সৃজনশীলতাকে প্রতিস্থাপন করতে নয়, বরং তাকে আরও কার্যকর করে তুলতে এসেছে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি হতে পারে আপনার প্রতিদিনের সবচেয়ে বুদ্ধিমান সহযোগী।
সূত্র : সিনেট