এসএসডি নষ্ট হওয়ার আগে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি

কম্পিউটারের ডেটা সংরক্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এসএসডি (Solid State Drive) দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এটি দ্রুত, শব্দহীন এবং টেকসই-কিন্তু চিরস্থায়ী নয়। যত ভালো যত্নই নিন না কেন, একসময় এসএসডি নষ্ট হবেই। হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগে যেমন শব্দ করে বা ধীরগতির মাধ্যমে সতর্ক করে দেয়, এসএসডি তা করে না। তাই হঠাৎ করেই এটি কাজ করা বন্ধ করতে পারে।
এসএসডি নষ্ট হওয়ার আগে কিছু লক্ষণ দেখা যায়। যেমন হঠাৎ ডেটা ট্রান্সফারের গতি কমে যাওয়া, বারবার সিস্টেম ক্র্যাশ হওয়া, ফাইল খোলার সময় ত্রুটি দেখানো বা ‘এসএমএআরটি’ (SMART) ত্রুটি বার্তা আসা। যদি একসঙ্গে এসব সমস্যা দেখা দেয়, তাহলে ধরে নিতে পারেন আপনার এসএসডি শেষ সময়ের পথে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নিচের পাঁচটি কাজ যত দ্রুত সম্ভব করে ফেলুন।
১. গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ নিন
সবচেয়ে আগে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো ব্যাকআপ করে রাখুন। নিয়মিত ব্যাকআপ নেওয়া ভালো অভ্যাস, কিন্তু এসএসডি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে তখনই নতুন করে ব্যাকআপ নিতে হবে। এতে হঠাৎ ড্রাইভ বন্ধ হয়ে গেলেও আপনার দরকারি ডেটা নিরাপদ থাকবে।
২. সমস্যা নির্ণয় করুন
সব ফাইল সংরক্ষণের পর নিশ্চিত হতে হবে, এসএসডি সত্যিই সমস্যা করছে কিনা। এর জন্য ‘CrystalDiskInfo’ নামের একটি ফ্রি টুল ব্যবহার করতে পারেন। এটি ড্রাইভের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। তাছাড়া কমান্ড প্রম্পটে নিচের দুটি কমান্ড চালাতে পারেন-
- wmic diskdrive get status
- wmic /namespace:\root\wmi path MSStorageDriver_FailurePredictStatus
- যদি ফলাফল False আসে, তবে ড্রাইভে কোনো সমস্যা নেই। আর True দেখালে ধরে নিতে হবে ড্রাইভে ত্রুটি আছে।
আপনার এসএসডি নির্মাতা প্রতিষ্ঠান যে সফটওয়্যার দেয়, সেটিও ব্যবহার করতে পারেন। এতে সাধারণত SMART ডেটা এবং সমস্যা সমাধানের পরামর্শ পাওয়া যায়।
৩. সফটওয়্যার ত্রুটি ঠিক করার চেষ্টা করুন
সবসময় ড্রাইভ নষ্ট হওয়ার মানে এই নয় যে সেটি পুরোপুরি অচল হয়ে গেছে। অনেক সময় সফটওয়্যার ত্রুটি থেকেই এমন সমস্যা দেখা দেয়। ড্রাইভার পুনরায় ইনস্টল করুন বা নতুন ‘ফার্মওয়্যার’ আপডেট আছে কিনা দেখে নিন। পুরোনো বা ত্রুটিপূর্ণ ফার্মওয়্যারও ড্রাইভকে ধীর করে দিতে পারে।
এছাড়া ‘chkdsk /f /r /x [ড্রাইভ লেটার]’ কমান্ড চালিয়ে ড্রাইভের ক্ষতিগ্রস্ত সেক্টর শনাক্ত করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই ডেটা ব্যাকআপ করে রাখবেন।
৪. হার্ডওয়্যার পরীক্ষা করুন
উপরের পদক্ষেপ নেওয়ার পরও সমস্যা থাকলে বুঝবেন এসএসডি প্রায় শেষের পথে। এবার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। যদি ওয়ারেন্টি থাকে, তাহলে বদলানোর ব্যবস্থা করুন। অস্থায়ীভাবে ‘পাওয়ার সাইকেল’ পদ্ধতিতে ড্রাইভ রিস্টার্ট করে দেখতে পারেন। এটি সাময়িকভাবে সমস্যা কমাতে পারে, তবে স্থায়ী সমাধান নয়।
৫. নতুন ড্রাইভের প্রস্তুতি নিন
ড্রাইভ সম্পূর্ণ নষ্ট হওয়ার আগেই বিকল্প এসএসডি সংগ্রহ করে রাখুন। এতে ডেটা হারানোর ঝুঁকি কমবে। নতুন ড্রাইভ কেনার সময় আগের সমান বা বেশি ক্ষমতার মডেল বেছে নিন। একই ব্র্যান্ডের পুরোনো সমস্যাযুক্ত মডেল যেন আবার না কেনেন, সেটাও নিশ্চিত করুন। নতুন এসএসডি কেনার সময় বেশি মেয়াদের ওয়ারেন্টি থাকা পণ্য নিন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সহায়তা পাওয়া যায়।
এসএসডি যত আধুনিকই হোক, একসময় তা ব্যর্থ হবেই। তবে নিয়মিত ব্যাকআপ, সফটওয়্যার আপডেট আর সচেতন ব্যবহারে এর আয়ু অনেকটা বাড়ানো যায়। লক্ষণ দেখেই দ্রুত ব্যবস্থা নিলে ডেটা রক্ষা সম্ভব, আর নষ্ট হওয়ার আগেই আপনি প্রস্তুত থাকবেন।
সূত্র : পিসি ওয়ার্ল্ড