হেডফোন জ্যাক বাদ দেওয়াতে আরও উন্নত হয়েছে স্মার্টফোন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩১

হেডফোন জ্যাক বাদ দেওয়াতে আরও উন্নত হয়েছে স্মার্টফোন

গত কয়েক বছরে স্মার্টফোনের রূপান্তর চোখে পড়ার মতো। ২০১০ সালের শুরুতে বড় এবং মোটা বেজেলযুক্ত ফোন থেকে আমরা আজকের পাতলা ফোনের দিকে চলে এসেছি। পরিবর্তনগুলো ভালো দিকেও হয়েছে, কিছু ক্ষেত্রে খারাপ দিকেও। একক ক্যামেরা থেকে মাল্টি লেন্স পর্যন্ত, মোটা বেজেল থেকে প্রায় বেজেলবিহীন ডিজাইন, একাধিক পোর্ট থেকে মাত্র একটি পোর্ট। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া ফিচারের তালিকা দীর্ঘ হচ্ছে।

তবে এক পরিবর্তন ছিল বিতর্কিত। হেডফোন জ্যাককে সরিয়ে দেওয়া শুরুতে অনেক শব্দপ্রেমীর কাছে গ্রহণযোগ্য ছিল না। আমি নিজেও প্রথমে এটিকে নেতিবাচক মনে করতাম। কিন্তু কয়েক বছর পরে, যখন প্রায় সব ফোন কোম্পানি অ্যাপলের সিদ্ধান্ত অনুসরণ করেছে, তখন বুঝতে পারি যে হেডফোন জ্যাক দূর করা স্মার্টফোনকে নানা দিক থেকে আরও ভালো করেছে।

ফোনের স্থায়িত্ব ও পানিরোধী ক্ষমতা বেড়েছে

বর্তমান ফোনগুলো প্রথম প্রজন্মের ফোনের তুলনায় অনেক বেশি টেকসই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হলো পানি এবং ধূলি প্রতিরোধ ক্ষমতা। সাধারণত আইপি রেটিং দ্বারা এটি বোঝানো হয়। এমন প্রযুক্তি অর্জন সম্ভব হয়েছে মূলত কম ফাঁকা স্থান থাকার কারণে।

হেডফোন জ্যাক ছিল জল ও ধূলির প্রবেশের প্রধান পথ। এটি সরানোর ফলে কোম্পানিগুলো সহজেই ফোনকে সিল করে প্রবেশ রোধ করতে পেরেছে। বর্তমানে আইপি৬৮ রেটিংযুক্ত ফোন যেমন সামসাং গ্যালাক্সি এস২৫ এক মিটার অর্ধেক গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবানো যায়, ক্ষতি ছাড়া। আইফোন ১৭ এমনকি ছয় মিটার গভীরতায়ও পানি প্রতিরোধ করতে সক্ষম। অবশ্য পানিরোধী মানে সম্পূর্ণ পানিরোধী নয়, তবুও হেডফোন জ্যাক না থাকায় ফোনের স্থায়িত্ব অনেক বেড়েছে।

ইউএসবি-সি পোর্ট ব্যবহার সহজ হয়েছে
আজকাল ইউএসবি-সি পোর্ট ফোন, ল্যাপটপ এবং ইয়ারবাড, পাওয়ার ব্যাংকের মতো এক্সেসরিতেও স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এটি শুধু চার্জ দেওয়া সহজ করেনি, ডেটা ট্রান্সফারও দ্রুত করেছে। এছাড়া ইউএসবি-সি অডিওর মাধ্যমে এটি হেডফোন জ্যাকের কাজও করতে পারে। ফলে হেডফোন জ্যাক না থাকলেও আপনি লসলেস অডিও শুনতে পারেন।

একটি পোর্টে চার্জ, ডেটা ট্রান্সফার এবং অডিও সব সম্ভব হওয়ায় এক্সেসরি ব্যবস্থাপনাও সহজ হয়েছে। আরও ভালো হলো, আজকাল অনেক হেডফোন ইউএসবি-সি অডিও গ্রহণ করছে, যেমন অ্যাপলের এয়ারপডস ম্যাক্স বা সেনহেইজারের মোমেন্টাম ফোর ওয়্যারলেস। এতে কোনো কিছুই মিস হচ্ছে না।

হার্ডওয়্যার উন্নতির জন্য জায়গা তৈরি হয়েছে

ফোনের ডিজাইনে সীমিত জায়গা থাকায় প্রতি মিলিমিটার গুরুত্বপূর্ণ। মোটা বা ভারী ফোন ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর। হেডফোন জ্যাক থাকা মানে তার চারপাশের সিলিন্ড্রিকাল হাউজিং এবং সার্কিটের জন্য জায়গা খরচ। এটি সরালে কোম্পানিগুলোকে আরও গুরুত্বপূর্ণ উন্নতি করার সুযোগ হয়েছে।

ফলে বড় ব্যাটারি, উন্নত হ্যাপটিক্স এবং কুলিং সিস্টেমের মতো বৈশিষ্ট্য ফোনে সংযোজন সম্ভব হয়েছে। ফলে ফোন আরও টেকসই, দ্রুত এবং হালকা হয়ে উঠেছে।

হেডফোন জ্যাক সরানোর আরও কারণ 
প্রথমে হেডফোন জ্যাক সরানো কিছুটা উল্টো মনে হয়েছিল। কিন্তু বাস্তবে এটি স্মার্টফোনকে বহু দিক থেকে উন্নত করেছে। ব্যাটারির ক্ষমতা বেড়েছে, স্থায়িত্ব বেড়েছে, এক্সেসরি ব্যবস্থাপনাও সহজ হয়েছে। আমি নিজে অতীতে একাধিক অডিও ক্যাবল ভেঙে ফেলার পরও বর্তমানে হেডফোন জ্যাকের অভাব অনুভব করি না।

ফলে হেডফোন জ্যাক দূর করার সিদ্ধান্ত বিতর্কের মধ্যে হলেও, এটি স্মার্টফোনকে হালকা, টেকসই, ব্যবহারবান্ধব এবং উন্নত করেছে। আজকের ফোনগুলো আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ব্যবহারকারীর জন্য সুবিধাজনক।

সূত্র : মেক ইউজ অব