ফিশিং আক্রমণ থেকে ই-মেইল সুরক্ষিত রাখার উপায়

আজও সাইবার অপরাধীদের কার্যকর অস্ত্র হিসেবে ফিশিংই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ই-মেইল হচ্ছে তাদের প্রধান টার্গেট, কারণ এর সঙ্গে যুক্ত থাকে আমাদের কাজ, ব্যাংকিং, বিল পরিশোধ এমনকি ব্যক্তিগত যোগাযোগও। একবার কেউ যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে আর্থিক নিরাপত্তা সব কিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। তবে কিছু সচেতনতা ও নিয়ম মেনে চললে সহজেই এই বিপদ এড়ানো সম্ভব। চলুন ই-মেইল সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে জেনে নিই-
আক্রমণ চেনা শিখুন
ফিশিং ঠেকানোর প্রথম ধাপ হলো আক্রমণের ধরন চেনা। এই ধরনের ই-মেইলে সাধারণত ভয় বা তাড়াহুড়া তৈরি করার চেষ্টা করা হয়- যেমন, ‘আপনার পেমেন্ট মিস হয়েছে’ বা ‘অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে’ ইত্যাদি। অনেক সময় এমন ই-মেইল লিংকে ক্লিক করতে বা ফাইল ডাউনলোডে প্রলুব্ধ করে। বানান ভুল, অদ্ভুত প্রেরকের নাম বা সন্দেহজনক লিংক দেখলেই সতর্ক হওয়া উচিত।
প্রেরকের ই-মেইল অ্যাড্রেস যাচাই করুন
শুধু নাম দেখে নিশ্চিত হওয়া যাবে না, কারণ প্রতারকরা প্রায়ই আসল নাম নকল করে ই-মেইল পাঠায়। প্রেরকের নামের ওপর ক্লিক করে সম্পূর্ণ অ্যাড্রেসটি দেখে নিন। যদি এটি কোনো প্রতিষ্ঠানের অফিশিয়াল ডোমেইনের সঙ্গে না মেলে, তাহলে ই-মেইলটি না খোলাই ভালো।
ব্যাংক লিংকে ক্লিক করবেন না
ই-মেইলে দেওয়া কোনো লিংকে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টে লগ-ইন করবেন না। বরং সরাসরি ব্রাউজার বা ব্যাংকের অফিশিয়াল অ্যাপ খুলে ওয়েব ঠিকানা টাইপ করুন। কারণ অনেক সময় প্রতারকরা ভুয়া লগ-ইন পেজ তৈরি করে আপনার তথ্য হাতিয়ে নিতে চায়।
লিংকে ক্লিকের আগে হোভার করুন
কোনো লিংকে ক্লিক করার আগে মাউস সেখানে রেখে (হোভার করে) আসল ওয়েব ঠিকানা দেখে নিন। লিংক টেক্সট ও প্রকৃত ঠিকানা না মিলে গেলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি।
শক্তিশালী ও পরিবর্তনযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করুন
দুর্বল পাসওয়ার্ড মানে খোলা দরজায় ঘুমানো। সহজ সংখ্যা, জন্মতারিখ বা নামের মতো প্যাটার্ন ব্যবহার না করে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিশিয়ে দীর্ঘ পাসওয়ার্ড তৈরি করুন। মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তনও নিরাপত্তার জন্য জরুরি।
উদাহরণ দেখে শিখুন
অনেক প্রতিষ্ঠান ও সাইবারসিকিউরিটি ওয়েবসাইট ফিশিং ই-মেইলের নমুনা প্রকাশ করে। এসব দেখে নকল লোগো, বানান ভুল বা প্রতারণামূলক বার্তার ধরন সহজেই চিনতে শেখা যায়।
পুরস্কার বা উপহার ই-মেইল এড়িয়ে চলুন
‘অভিনন্দন! আপনি জিতেছেন’-এ ধরনের ই-মেইল দেখলেই সতর্ক হোন। ভেবে দেখুন, আপনি কি সত্যিই কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন? সাধারণত এসব ই-মেইল আপনার তথ্য নিতে বা সামান্য অর্থ চেয়ে প্রতারণা করে। সবচেয়ে ভালো উপায় হলো এ ধরনের বার্তা সঙ্গে সঙ্গে মুছে ফেলা।
সূত্র: গিজচায়না