দীর্ঘদিন ডেটা সংরক্ষণে এসডি কার্ড কতটা নির্ভরযোগ্য

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১৭:১২

দীর্ঘদিন ডেটা সংরক্ষণে এসডি কার্ড কতটা নির্ভরযোগ্য
ছবি : পিসিওয়ার্ল্ড

আজও অনেকেই স্মার্টফোন, ক্যামেরা বা ট্যাবলেটের বাড়তি স্টোরেজ হিসেবে ব্যবহার করেন এসডি কার্ড। ছোট এই মেমোরি কার্ডে থাকে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, এমনকি কাজের ফাইলও। কিন্তু কখনও কি ভেবেছেন- এসডি কার্ডে রাখা তথ্য আসলে কতটা নিরাপদ? কিংবা কতদিন টিকে থাকে সেই ডেটা?

ফ্ল্যাশ মেমোরির সীমাবদ্ধতা

এসডি কার্ডের ভেতরের প্রযুক্তি গঠিত হয়েছে ফ্ল্যাশ মেমোরি দিয়ে। এই মেমোরি বিদ্যুৎ না থাকলেও তথ্য ধরে রাখতে পারে, যা একে বিশেষ করে তোলে। তবে এরও সীমা আছে। ফ্ল্যাশ মেমোরির প্রতিটি সেলে বিদ্যুৎ চার্জের মাধ্যমে তথ্য সংরক্ষিত থাকে। সময়ের সঙ্গে সেই চার্জ দুর্বল হয়ে গেলে ডেটা নষ্ট হতে পারে বা পুরোপুরি হারিয়ে যেতে পারে।

তাত্ত্বিকভাবে ১০ বছর পর্যন্ত টিকে থাকে
ফ্ল্যাশ মেমোরি মানদণ্ড অনুযায়ী, একটি এসডি কার্ড ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্তত ১০ বছর পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে। শুনতে নিশ্চিন্তের মতো লাগলেও বাস্তব পরিস্থিতি এতটা সহজ নয়। কারণ কার্ডের মান, ব্যবহারের ধরণ ও সংরক্ষণের পরিবেশ এর আয়ুষ্কালের ওপর সরাসরি প্রভাব ফেলে।

ব্যবহার ও পরিবেশের প্রভাব
ঘন ঘন ডেটা লেখা ও মুছে ফেলা, অতিরিক্ত গরম বা আর্দ্র পরিবেশে রাখার কারণে এসডি কার্ডের মেমোরি সেল দ্রুত নষ্ট হয়। সস্তা মানের কার্ডে যেখানে নিম্নমানের উপাদান ব্যবহৃত হয়, সেখানে এই সমস্যা আরও বেশি দেখা যায়। অন্যদিকে, ভালো মানের কার্ড সঠিকভাবে ব্যবহার করলে বছরের পর বছর টিকে থাকতে পারে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা 

বিভিন্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা বলছে, কেউ কেউ তাদের এসডি কার্ড বহু বছর পরও স্বাভাবিকভাবে ব্যবহার করছেন, আবার কেউ কয়েক মাসেই সেটি নষ্ট হওয়ার অভিজ্ঞতা পেয়েছেন। অর্থাৎ, এক কথায় বলা যায় না কতদিন টিকে থাকবে একটি এসডি কার্ড। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কেমনভাবে ব্যবহার ও সংরক্ষণ করছেন তার ওপর।

দীর্ঘমেয়াদি ব্যাকআপের জন্য নয়
এসডি কার্ড নিঃসন্দেহে মোবাইল ডেটা সংরক্ষণ ও পরিবহনের জন্য দারুণ এক মাধ্যম। তবে এটি কখনই দীর্ঘমেয়াদি ডেটা ব্যাকআপের জন্য উপযুক্ত নয়। গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা নথি একাধিক স্থানে ব্যাকআপ রাখা সবচেয়ে নিরাপদ উপায়। কারণ, তাত্ত্বিকভাবে একটি এসডি কার্ড ১০ বছর পর্যন্ত ডেটা ধরে রাখতে পারলেও বাস্তবে তা অনেক সময় কয়েক বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে।

সূত্র : পিসিওয়ার্ল্ড