মার্কিন মালিকানায় টিকটকের নতুন অধ্যায় শুরু

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:১৩

মার্কিন মালিকানায় টিকটকের নতুন অধ্যায় শুরু
ছবি : সংগৃহীত

দীর্ঘ অনিশ্চয়তার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ আপাতত নিশ্চিত হলো। নতুন এক চুক্তির মাধ্যমে সেখানে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হয়েছে ভিন্ন কাঠামোয়। এতে স্বস্তি ফিরেছে প্রায় ২০ কোটি মার্কিন ব্যবহারকারীর মধ্যে।

টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনার জন্য আলাদা একটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। নতুন এই যৌথ প্রতিষ্ঠানের নাম টিকটক ইউএসডিএস যৌথ উদ্যোগ এলএলসি। এর মালিকানার বড় অংশ এখন মার্কিন বিনিয়োগকারীদের হাতে। চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের অংশীদারত্ব সীমিত করে রাখা হয়েছে ১৯ দশমিক ৯ শতাংশে।

নতুন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন সাতজন পরিচালক। তাদের একজন টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ। বোর্ডে আরও রয়েছেন মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগ খাতের প্রতিনিধিরা। টিকটকের দাবি, পুরো কাঠামোই তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শর্ত মেনে।

টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কনটেন্ট সুপারিশ ব্যবস্থা। কোন ব্যবহারকারী কোন ভিডিও দেখবেন, তা এই ব্যবস্থাই ঠিক করে। নতুন চুক্তির আওতায় এই অ্যালগরিদম ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলকে।

এর আগেও ওরাকল যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য দেখভাল করছিল। সেই ব্যবস্থার নাম ছিল প্রজেক্ট টেক্সাস। এবার দায়িত্ব আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে অ্যালগরিদম নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। হালনাগাদও হবে দেশটির ভেতরেই।

টিকটকের ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীর তথ্য এবং অ্যালগরিদম দুটিই সংরক্ষিত থাকবে ওরাকলের নিরাপদ মার্কিন ক্লাউড ব্যবস্থায়। এতে ডেটা নিরাপত্তা আরও শক্ত হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারীদের জন্য বড় প্রশ্ন ছিল নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে কি না। বিশ্লেষকদের মতে, সেই সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র টিকটকের সবচেয়ে বড় বাজার। সেখানে দুই কোটির বেশি মানুষ নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। নতুন অ্যাপ বাধ্যতামূলক হলে ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতা দুজনই বিরক্ত হতে পারেন।

তবে নীতিমালায় কিছু পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন শর্তাবলি চালু করা হয়েছে। এখন ব্যবহারকারীর সঙ্গে চুক্তি হচ্ছে নতুন মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে। সেখানে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সীরা শুধু শিশুদের জন্য নির্ধারিত সংস্করণেই টিকটক ব্যবহার করতে পারবে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তৈরি কনটেন্ট নিয়ে সতর্কবার্তাও যোগ করা হয়েছে। ভুল বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি হলে তার ঝুঁকি ব্যবহারকারীকে মেনে নিতে হবে।

এই চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে। কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মতে, নতুন বিনিয়োগকারীদের রাজনৈতিক যোগাযোগ কনটেন্ট নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। তারা চুক্তির বিস্তারিত নিয়ে কংগ্রেসের নজরদারি চেয়েছেন।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে টিকটক এখন নতুন পথে হাঁটছে। কাঠামো বদলেছে। নিয়ন্ত্রণ কড়াকড়ি হয়েছে। তবে এই পরিবর্তনে প্ল্যাটফর্মটির বৈশ্বিক চরিত্র কতটা বদলাবে, সেটিই এখন দেখার বিষয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন