হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে বার্তা শেয়ারের নতুন নিয়ম
হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্য যোগ হলে আগের আলোচনা সহজে দেখা যাবে। এখন ব্যবহারকারী চাইলে শেয়ার করতে পারবেন সাম্প্রতিক বার্তা । এই ফিচারটি সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং শিগগিরই সবার জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন নিয়মে গ্রুপে কাউকে যুক্ত করার সময় ব্যবহারকারী চাইলে আগের বার্তাগুলো শেয়ার করতে পারবেন। সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি বার্তা পর্যন্ত শেয়ার করা যাবে। প্রয়োজনে কম সংখ্যক বার্তাও বেছে নেওয়ার সুযোগ থাকবে।
নতুন সদস্যের সঙ্গে শেয়ার করা বার্তাগুলো আলাদা রঙে দেখানো হবে। এতে তিনি সহজেই বুঝতে পারবেন কোন বার্তাগুলো আগের আলোচনার।
স্বচ্ছতা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ একটি নোটিস দেখাবে, যেখানে জানানো হবে- কে নতুন সদস্যের সঙ্গে বার্তাগুলো শেয়ার করেছেন। অন্য সদস্যরাও বিষয়টি জানতে পারবেন।
বার্তা শেয়ারের পুরো প্রক্রিয়া ব্যবহারকারীর নিজস্ব ডিভাইস থেকেই সম্পন্ন হবে। বার্তাগুলো আগের মতোই এন্ড-টু-এন্ড ই-এনক্রিপশনে সুরক্ষিত থাকবে।
এই ফিচার কবে সবার জন্য উন্মুক্ত হবে, তা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে একাধিক প্ল্যাটফর্মে একসঙ্গে পরীক্ষা চলায় শিগগিরই এটি সবার কাছে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্রুপ চ্যাটে তথ্য জানা ও আলোচনায় দ্রুত যুক্ত হওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়ম তরুণ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে।