ফরচুনের জরিপ : ১৯ বছর ধরে শীর্ষে অ্যাপল
ফরচুন ম্যাগাজিনের বার্ষিক জরিপে ১৯ বছর ধরে বিশ্বের সবচেয়ে সম্মানিত কোম্পানির শীর্ষে অবস্থান করছে অ্যাপল। জরিপে প্রায় ৩ হাজার নির্বাহী, পরিচালক ও বিশ্লেষক অংশ নিয়েছেন। তারা কোম্পানিগুলোকে মূল্যায়ন করেছেন ব্যবস্থাপনা, পণ্য, সামাজিক দায়বদ্ধতা এবং প্রতিভা আকর্ষণের ক্ষমতার ভিত্তিতে।
যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে ব্যাপক প্রভাব ফেলছে এবং অ্যাপল এখনো শীর্ষে রয়েছে। গত এক বছরে কোম্পানিটি ফরচুনের গ্লোবাল ৫০০ তালিকায় ৮ম, ফরচুন ৫০০ তালিকায় ৪র্থ, অ্যামেরিকার সবচেয়ে উদ্ভাবনী কোম্পানির তালিকায় ৩য় এবং প্রযুক্তি খাতের নেতাদের তালিকায় ১ম স্থানে অবস্থান করেছে।
২০২৬ সালের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অ্যাপলের পরে রয়েছে মাইক্রোসফট, অ্যামাজন, এনভিডিয়া, জে-পি মরগান চেজ, বার্কশায়ার হ্যাথাওয়ে, কস্টকো হোলসেল, আলফাবেট, ওয়ালমার্ট ও আমেরিকান এক্সপ্রেস। আগের বছরের তুলনায় কিছু পরিবর্তন হয়েছে; জে-পী মরগান চেজ দুই ধাপ উপরে উঠেছে, আর ওয়ালমার্ট আলফাবেটকে অতিক্রম করেছে।
শীর্ষ ১০-এর বাইরে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা গেছে। নেটফ্লিক্স তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে, সেলসফোর্স তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে, আইবিএম এগিয়েছে ৩২তমে, এক্সেনচার পড়েছে ৩৩তমে, টিএসএমসি বেড়েছে ৩৬তম স্থানে, আর স্যামসাং ইলেকট্রনিকস নেমেছে ৩৭তম স্থানে।
ফরচুন জানিয়েছে, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অগ্রগতি সীমিত হলেও, প্রতিষ্ঠানটি প্রতিভা, মূলধন ও সরবরাহ চেইন পরিচালনায় স্মার্ট নীতি গ্রহণের জন্য শীর্ষে অবস্থান করছে। এছাড়া এআই অন্যান্য কোম্পানির অবস্থানকেও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।
বিশ্বের সবচেয়ে সম্মানিত কোম্পানির এই তালিকা ব্যবসা ও প্রযুক্তি খাতের বর্তমান শক্তি এবং প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে।