সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ওয়াই-ফাই ৭ মেশ রাউটার: নেটগিয়ার ওরবি ৩৭০

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১৭:০৪

সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ওয়াই-ফাই ৭ মেশ রাউটার: নেটগিয়ার ওরবি ৩৭০
ছবি : টিথ্রি

বাড়ির প্রতিটি কোণে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে মেশ রাউটার এখন খুব জনপ্রিয়। ওয়াই-ফাই ৭ প্রযুক্তির যুগে এই চাহিদা আরও বেড়েছে। এই সময়েই বাজারে এসেছে নেটগিয়ার অরবি ৩৭০, একটি সাশ্রয়ী কিন্তু কর্মক্ষম মেশ সিস্টেম, যা নির্ভরযোগ্য সংযোগ দিতে সক্ষম হলেও দাম তুলনামূলক কম। যারা বাড়ির জন্য ভালো মানের ওয়াই-ফাই চান কিন্তু অতিরিক্ত অর্থ খরচ করতে চান না, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক সমাধান।

সহজ সেটআপ ও স্মার্ট ডিজাইন
নেটগিয়ার অরবি ৩৭০ সেটআপ করা খুবই সহজ। স্মার্টফোনে সঙ্গী অ্যাপ ইনস্টল করে কিউআর কোড স্ক্যান করলেই কাজ শুরু হয়ে যায়। কয়েকটি ট্যাপের মাধ্যমেই প্রধান হাব ও দুটি স্যাটেলাইট ইউনিট সংযুক্ত হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা যায়, যা নতুন ব্যবহারকারীদের জন্যও বেশ সুবিধাজনক।

ডিজাইনের দিক থেকেও এটি বেশ মার্জিত। সাদা রঙের কমপ্যাক্ট ইউনিটগুলো দেখতে অনেকটা মোটা হার্ডকভার বইয়ের মতো। প্রতিটির মাপ ২০৩.৭ বাই ১২০ বাই ৭৫ মিলিমিটার। ছোট আকারের হওয়ায় ঘরের যে কোনো জায়গায় সহজেই রাখা যায়। নিচের দিকে হালকা এলইডি লাইট থাকলেও সেটি আরও দৃশ্যমান হলে ভালো হতো।

নেটগিয়ার অ্যাপ ব্যবহার করা সহজ, তবে কিছু অতিরিক্ত ফিচারের জন্য আলাদা সাবস্ক্রিপশন প্রয়োজন। যেমন, নিরাপত্তা সেবা নেটগিয়ার আর্মর, যা বছরে প্রায় ৩৪ পাউন্ডে (যুক্তরাজ্যে) পাওয়া যায়। এতে ম্যালওয়্যার স্ক্যান, ডিভাইস মনিটরিং ও ভিপিএন সুবিধা অন্তর্ভুক্ত। ৩০ দিন এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। একইভাবে, প্যারেন্টাল কন্ট্রোল ফিচারের জন্য আলাদা সাবস্ক্রিপশন নিতে হয়, যা বছরে প্রায় ২৪ পাউন্ড। এই ফিচার দিয়ে শিশুদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ ও ওয়েবসাইট ব্লক করা সম্ভব।

শক্তিশালী পারফরম্যান্স
নেটগিয়ার অরবি ৩৭০ তিন ইউনিটের প্যাকেজে পাওয়া যায়, যা সর্বোচ্চ ৪,৫০০ বর্গফুট (প্রায় ৪১৮ বর্গমিটার) এলাকা কভার করতে পারে। কোম্পানি দাবি করছে এটি সর্বোচ্চ ৩.৬ গিগাবিট পার সেকেন্ড গতির ওয়াই-ফাই প্রদান করতে সক্ষম এবং একসঙ্গে ৭০টি ডিভাইস সংযুক্ত রাখা যায়।

বাস্তব পরীক্ষায় এই সিস্টেম মাঝারি আকারের দুইতলা বাড়িতে চমৎকারভাবে কাজ করেছে। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গতি স্থির ছিল, এমনকি দেয়াল বা তলায়ও সিগন্যালের পতন দেখা যায়নি। ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেম কিংবা একাধিক ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকলেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

অবশ্যই, পারফরম্যান্স নির্ভর করে স্যাটেলাইট ইউনিট কোথায় রাখা হয়েছে এবং ঘরে কতটা বাধা রয়েছে তার ওপর। তবে পরীক্ষায় এটি ধারাবাহিকভাবে স্থিতিশীল ও নির্ভরযোগ্য সংযোগ দিয়েছে।

কিছু সীমাবদ্ধতা
অরবি ৩৭০ মূলত একটি ডুয়াল-ব্যান্ড মেশ সিস্টেম। অর্থাৎ এটি ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ দুটি ব্যান্ডে কাজ করে। এতে আলাদা তৃতীয় বা চতুর্থ ব্যান্ড নেই, যা উচ্চক্ষমতার কিছু রাউটারে পাওয়া যায়। প্রতিটি ইউনিটে মাত্র একটি অতিরিক্ত ইথারনেট পোর্ট রয়েছে, তাই একাধিক তারযুক্ত ডিভাইস সংযোগ দিতে কিছু সীমাবদ্ধতা দেখা যায়।

এছাড়া এর পারফরম্যান্স ও স্পিড তুলনামূলক কম হতে পারে নেটগিয়ার অরবি ৯৭০ বা আরও উন্নত মডেলের চেয়ে। তবে সাধারণ ব্যবহারকারীর জন্য এই সীমাবদ্ধতাগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। যারা বড় বাড়িতে থাকেন না বা শতাধিক ডিভাইস সংযোগের প্রয়োজন নেই, তাদের জন্য অরবি ৩৭০ যথেষ্ট।

অ্যাপ ও নিয়ন্ত্রণ
অরবি ৩৭০ তে ব্যবহৃত অ্যাপটি নেটগিয়ারের অন্যান্য মেশ সিস্টেমের মতোই। এতে আপনি সংযুক্ত ডিভাইস দেখতে পারবেন, ইন্টারনেট গতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং আলাদা অতিথি ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করতে পারবেন। যদিও অ্যাপটি ব্যবহারযোগ্য ও কার্যকর, এর ইন্টারফেস ইয়ারো অ্যাপ এর মতো মসৃণ নয়।

মূল্য ও প্রাপ্যতা
অরবি ৩৭০ এখন বাজারে পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যে এটি অ্যামাজনসহ বিভিন্ন অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। তিন ইউনিটের সেটের দাম প্রায় ৩০০ পাউন্ড (যুক্তরাজ্যে) বা ৩৫০ ডলার (যুক্তরাষ্ট্রে)। যারা একবারেই পুরো বাড়িতে নির্ভরযোগ্য ওয়াই-ফাই কাভারেজ চান, তাদের জন্য এই দাম বেশ সাশ্রয়ী।

সামগ্রিক মূল্যায়ন
সাশ্রয়ী দাম, সহজ সেটআপ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স এই তিন দিক থেকেই নেটগিয়ার অরবি ৩৭০ একটি চমৎকার ডিভাইস। এটি তাদের জন্য আদর্শ, যারা অতিরিক্ত স্পিড বা অতিবড় কভারেজ চান না, বরং দৈনন্দিন ব্যবহারের জন্য স্থিতিশীল সংযোগ খুঁজছেন।

নেটগিয়ার তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন একটি মেশ সিস্টেম তৈরি করেছে, যা ইনস্টল করার পর ব্যবহারকারীকে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা স্পিড কমে যাওয়ার মতো সমস্যা পরীক্ষায় দেখা যায়নি।

যদিও এটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী মডেল নয়, তবুও নির্ভরযোগ্যতা ও দামের দিক থেকে এটি বাজারের অন্যতম সেরা পছন্দ। নিরাপত্তা ও প্যারেন্টাল কন্ট্রোলের জন্য আলাদা সাবস্ক্রিপশন কিছুটা হতাশাজনক, তবে এটি শুধু নেটগিয়ারের নয়, প্রায় সব ব্র্যান্ডেই দেখা যায়।

বিকল্প ভাবনা
যদি আপনি নেটগিয়ারের নাম ও সাশ্রয়ী দামের প্রতি আগ্রহী হন, কিন্তু পুরো মেশ সিস্টেমের পরিবর্তে একক রাউটার চান, তবে নেটগিয়ার নাইটহক আরএস১০০ দেখতে পারেন। এটি ৫০টি ডিভাইস পর্যন্ত সংযুক্ত রাখতে পারে এবং স্থিতিশীল পারফরম্যান্স দেয়।

আর যদি একটু বেশি দাম দিতে আপত্তি না থাকে, তবে অ্যামাজনের ইয়ারো প্রো ৭-ও বিবেচনা করা যেতে পারে। এতে ওয়াই-ফাই ৭ সাপোর্টসহ ট্রাই-ব্যান্ড সুবিধা রয়েছে, যা আরও দ্রুত ও বিস্তৃত সংযোগ প্রদান করে।

সব দিক বিচার করলে বলা যায়, নেটগিয়ার অরবি ৩৭০ এখনকার বাজারে সবচেয়ে ভারসাম্যপূর্ণ মেশ ওয়াই-ফাই সিস্টেমগুলোর একটি এবং সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য।

সূত্র : টিথ্রি