শাওমির নেটওয়ার্ক স্টোরেজ সুবিধার ওয়াইফাই ৭ রাউটার ‘BE10000 Pro’

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩

শাওমির নেটওয়ার্ক স্টোরেজ সুবিধার ওয়াইফাই ৭ রাউটার ‘BE10000 Pro’
ছবি : নোটবুকচেক ডটনেট

স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য পরিচিত শাওমি এবার নেটওয়ার্কিংয়ের বাজারেও শক্ত উপস্থিতি দেখাচ্ছে। কোম্পানিটি সম্প্রতি নতুন ওয়াইফাই ৭ রাউটার BE10000 প্রো উন্মোচন করেছে। যদিও এর বৈশ্বিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে প্রোডাক্টের লক্ষ্য স্পষ্ট, এই রাউটারটি তৈরি করা হয়েছে অত্যন্ত দ্রুত এবং নির্ভুল নেটওয়ার্ক প্রত্যাশিতদের জন্য।

এই রাউটারটি বিশেষ করে যাদের কাছে দ্রুত নেটওয়ার্ক স্টোরেজ আছে এবং যারা কোনো ধরনের গতি কমাতে চান না, তাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তারের মাধ্যমে সংযোগের জন্য আছে দুটি পোর্ট ১০ গিগাবিট প্রতি সেকেন্ড এবং চারটি ২.৫ গিগাবিট প্রতি সেকেন্ডের পোর্ট। এখনও অনেক ঘরে সাধারণ গিগাবিট ইথারনেট ব্যবহার করা হয়। BE10000 প্রোতে এই উচ্চ গতির সুবিধা পুরোপুরি ব্যবহার করতে কোনো সমস্যা দেখা দিবে না।

রাউটারটি নিজেই নেটওয়ার্ক স্টোরেজ হিসেবে কাজ করতে পারে। এতে একটি M.2 এসএসডি বসানো সম্ভব, অথবা USB ড্রাইভ ব্যবহার করে ফাইল শেয়ার করা যায়। তারের ছাড়া ডাটা স্থানান্তরের গতি সর্বাধিক ১০,০২৪ এমবিপিএস, যা সব ব্যান্ড এবং সংযুক্ত ডিভাইসের উপযোগী।

ডিভাইসটিতে মোট বারোটি অ্যান্টেনা আছে, যা ভিতরে লুকানো। বাইরের স্পাইকি অ্যান্টেনার পরিবর্তে এটি দেখতে অনেক সুন্দর। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আছে, যা নির্দিষ্ট সংযোগকে প্রাধান্য দিতে পারে। উদাহরণস্বরূপ, পিসির সংযোগকে প্রাধান্য দিয়ে মাল্টিপ্লেয়ার খেলার সময় টাইম কমানো সম্ভব।

রাউটারে ব্লুটুথও আছে, যা ৩০০টি ডিভাইস পর্যন্ত স্মার্ট হোম নেটওয়ার্কে সংযোগ দিতে সক্ষম। চীনে এর দাম প্রায় ২৪০ মার্কিন ডলার, তবে অন্যান্য দেশে লঞ্চ হলে মূল্য কিছুটা বেশি হতে পারে।

শাওমি BE10000 প্রো তরুণ ও প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন ধারা সৃষ্টি করছে, যারা নেটওয়ার্কের গতি এবং আকার উভয়কেই গুরুত্ব দিয়ে থাকে।

সূত্র : নোটবুকচেক ডটনেট