গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীর ই-মেইল পড়ে এআই প্রশিক্ষণের অভিযোগ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১৫:৩২

গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীর ই-মেইল পড়ে এআই প্রশিক্ষণের অভিযোগ

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক রিপোর্টে দাবি করা হয়েছে, গুগল নাকি ব্যবহারকারীর জিমেল বার্তা ও এটাচমেন্ট গোপনে বিশ্লেষণ করে এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার পর গুগল স্পষ্টভাবে জানায়, এই অভিযোগ বিভ্রান্তিকর। প্রতিষ্ঠানটির ভাষ্য, জিমেলের স্মার্ট ফিচারগুলো ব্যবহারকারীর সুবিধার জন্য, এবং এগুলো কখনো জেমিনি এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। বিতর্কের মধ্যে মামলা ও ব্যবহারকারীদের কিছু অভিযোগও সামনে এসেছে।

যেভাবে বিতর্কের শুরু

ম্যালওয়ারবাইটস নামের একটি নিরাপত্তা ব্লগ বলেছে, স্মার্ট কম্পোজ এবং স্মার্ট রিপ্লাই ফিচার উন্নত করতে গুগল বার্তা ও এটাচমেন্ট বিশ্লেষণ করছে। অনেক ব্যবহারকারী দেখেন, তাদের আগে বন্ধ করা স্মার্ট ফিচার আবার সক্রিয় হয়ে গেছে। এতে গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়।

গুগলের ব্যাখ্যা

জিমেলের স্মার্ট ফিচার যেমন বানান পরীক্ষা, অটোমেটিক সাজেশন, প্যাকেজ ট্র্যাকিং এবং ক্যালেন্ডার রিমাইন্ডার ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করার জন্যই ডেটা বিশ্লেষণ করে। তবে গুগল জানিয়েছে, এই বিশ্লেষণ জেমিনি এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় না।

মামলা ও ব্যবহারকারীর অভিযোগ

১১ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় দায়ের হওয়া একটি ক্লাস অ্যাকশন মামলায় বলা হয়েছে, গুগল জেমিনিকে জিমেল, চ্যাট এবং মিটের ব্যক্তিগত বার্তায় প্রবেশাধিকার দিয়েছে। গুগল এখনো মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তারা স্মার্ট ফিচার বন্ধ করলেও কিছু সময়ের পরে ফিচারগুলো আবার চালু হয়ে গেছে। গুগল বলেছে, সেটিংস পরিবর্তন তাদের করা হয়নি। ব্যবহারকারীরা চাইলে জিমেলের সেটিংস থেকে সব স্মার্ট ফিচার এক ক্লিকেই বন্ধ করতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া