চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট ফিচার ব্যবহার করবেন যেভাবে
এআই চ্যাটিং এখন আরও সহজ। ওপেনএআই বিশ্বজুড়ে চালু করেছে চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট সুবিধা। একসঙ্গে ২০ জন পর্যন্ত ব্যবহারকারী একটি কথোপকথনে এআইকে নিয়ে কাজ করতে পারবেন। ভ্রমণ পরিকল্পনা, গ্রুপ প্রোজেক্ট বা অফিস টিমওয়ার্ক সবকিছুর জন্যই এটি উপকারী হতে পারে।
নতুন এই ফিচারটি বিনামূল্য, গো, প্লাস ও প্রো সব প্ল্যানেই পাওয়া যাবে। ব্যবহারকারীরা সহজে লিংক শেয়ার করে বন্ধু, সহকর্মী বা পরিবারের কাউকে যুক্ত করতে পারবেন। চ্যাটজিপিটি কথোপকথনের ধার বুঝে কখন উত্তর দেবে তা নিজেই ঠিক করে নেয়।
ধাপে ধাপে দেখে নিন কীভাবে ব্যবহার করবেন এই নতুন সুবিধা-

১. গ্রুপ চ্যাট শুরু করার উপায়
- চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব খুলুন।
- ওপরের ডান পাশে থাকা মানুষের আইকনে চাপ দিন।
- সেখান থেকে ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ বেছে নিয়ে নতুন কথোপকথন তৈরি করুন।
- প্রথমবার হলে নাম, ব্যবহারকারীনাম ও ছবি দিয়ে প্রোফাইল সেট করতে হবে।
২. অন্যদের যুক্ত করবেন যেভাবে
- গ্রুপ তৈরি হলে একটি ইনভাইটেশন লিংক পাওয়া যাবে।
- এই লিংক বন্ধু, পরিবার বা সহকর্মীদের পাঠিয়ে দিন।
- গ্রুপের যে কেউ চাইলে আমন্ত্রণ লিংক আরেকজনকে পাঠাতে পারে।
৩. চ্যাটজিপিটি কীভাবে অংশ নেয়
- কথোপকথনের প্রসঙ্গ বুঝে এআই নিজে থেকেই উত্তর দেয়।
- চাইলে সরাসরি বার্তায় ‘চ্যাটজিপিটি’ লিখে ডাকতে পারেন।
- প্রয়োজনে ইমোজি রিঅ্যাকশন দিতে পারে এবং প্রোফাইল ছবির ভিত্তিতে কাস্টম ছবি তৈরি করতে পারে।
৪. গোপনীয়তা ও নির্দেশনা সেটিং
- ব্যক্তিগত চ্যাটের তথ্য বা কাস্টম নির্দেশনা গ্রুপে ব্যবহার হয় না।
- চাইলে গ্রুপ চ্যাটের জন্য আলাদা নির্দেশনা সেট করা যায়।
- এতে আলোচনার ভঙ্গি ও সুর নিয়ন্ত্রণ করা সহজ হয়।
৫. গ্রুপ ব্যবস্থাপনার অপশন
- স্ক্রিনের ওপর থাকা চ্যাটের নাম চাপলেই সব নিয়ন্ত্রণ পাওয়া যাবে।
- সেখান থেকে গ্রুপের নাম বদলানো, মানুষ যোগ বা বাদ দেওয়া, নোটিফিকেশন নিয়ন্ত্রণ বা গ্রুপ ছাড়ার অপশন মিলবে।
- রেট লিমিট কেবল তখনই প্রযোজ্য হবে যখন চ্যাটজিপিটি বার্তা পাঠায়। মানুষের কথোপকথনে কোনো সীমা নেই।
গ্রুপ প্রোজেক্ট, সমন্বিত পরিকল্পনা বা দৈনন্দিন আলোচনা সবকিছুর জন্যই নতুন এই ফিচার চ্যাটিংকে আরও কার্যকর করেছে। তরুণ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলেই মনে করছে ওপেনএআই।