ইলন মাস্ককে সবক্ষেত্রে ‘সেরা’ বলছে গ্রোক, নতুন বিতর্কে এআই

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪০

ইলন মাস্ককে সবক্ষেত্রে ‘সেরা’ বলছে গ্রোক, নতুন বিতর্কে এআই
ছবি : পিসিম্যাগ

টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রে নতুন বিতর্ক। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক ৪.১ নাকি অদ্ভুতভাবে সব ক্ষেত্রেই তাকে সেরা বলে বসছে। এক্স-এ ছড়িয়ে পড়া স্ক্রিনশট দেখে অনেকেই প্রশ্ন তুলছেন এআই কি পক্ষ নিচ্ছে, নাকি ভুল প্রশিক্ষণের ফল এটি।

গ্রোক ৪.১ প্রকাশের পর থেকেই ব্যবহারকারীরা নানা ধরনের প্রশ্ন করতে থাকেন। কেউ জানতে চান ১৯৯৮ সালের এনএফএল ড্রাফটে কে সেরা কোয়ার্টারব্যাক হতে পারতেন। বিকল্প ছিল পেইটন ম্যানিং, রায়ান লিফ ও ইলন মাস্ক। গ্রোকের উত্তর ছিল খুবই আত্মবিশ্বাসী, ইলন মাস্কই নাকি সেরা পছন্দ। গ্রোক যুক্তি দিয়েছে মাস্ক নাকি উদ্ভাবনী ভাবনায় খেলাকে বদলে দিতে পারতেন।

শুধু ফুটবল নয়, ফ্যাশন শো বা শিল্পকলা নিয়েও গ্রোকের একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী জানতে চাইলে গ্রোক বলে ফেলে মডেল নাওমি ক্যাম্পবেল বা টাইরা ব্যাংকসের চেয়ে মাস্কই নাকি র‍্যাম্পে হাঁটার জন্য সেরা। এমনকি চিত্রকলা নিয়েও গ্রোক বলে বসে মোনে বা ভ্যান গঘের চেয়ে মাস্কের কাছ থেকেই নাকি ভালো কাজ পাওয়া যেতে পারে।

এমন সব অদ্ভুত উত্তর দেখে সরাসরি এক্স-এ প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে ঘোরানো প্রশ্ন করা হয়েছে, তাই গ্রোক অতিরঞ্জিত প্রশংসা করেছে। পরে গ্রোকের অনেক উত্তরই মুছে ফেলা হয়। তবে সবক্ষেত্রে যে গ্রোক মাস্ককে সেরা বলছে তা নয়। দৌড়, জিমন্যাস্টিকস বা গান নিয়ে প্রশ্ন করলে গ্রোক স্বীকার করেছে নোয়া লাইস, সিমোন বাইলস ও বিয়নসে মাস্কের চেয়ে অনেক এগিয়ে।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বেসবল সংক্রান্ত উত্তরের স্ক্রিনশট। তরীক স্কুবাল, জ্যাক হুইলার বা পল স্কেনসের মতো তারকাদের নাম দেওয়ার পরও গ্রোক বলেছে উদ্ভাবনী চিন্তায় মাস্কই নাকি মাঠের খেলা বদলে দিতে পারবেন। তবে শোহেই ওতানিকে নিয়ে গ্রোকের অবস্থান আলাদা। শেষ ওভারের উত্তেজনার মুহূর্তে ব্যাট করতে পাঠাতে হলে গ্রোক বলেছে ওতানিই সেরা পছন্দ।

বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনাগুলো প্রমাণ করে এআই প্রযুক্তিতে পক্ষ নেওয়ার ঝুঁকি এখনো বড় চ্যালেঞ্জ। নির্মাতার প্রভাব, পক্ষপাতপূর্ণ তথ্য বা ভুল প্রশিক্ষণের কারণে এআই মডেল কখনো কখনো নির্দিষ্ট ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দিতে পারে। গ্রোকের আচরণও সেই উদ্বেগ নতুন করে সামনে এনেছে।

সূত্র :  টেকক্রাঞ্চ