পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক করল গুগল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক করল গুগল
ছবি : ইকোনমিক টাইমস

পাবলিক বা উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার করার সময় সাইবার ঝুঁকির কথা মনে রাখতে হবে। গুগল জানিয়েছে, অনিরাপদ নেটওয়ার্কের মাধ্যমে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য, চ্যাট এবং ব্যাংক অ্যাকাউন্টসহ সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। বিশেষ করে ক্যাফে, এয়ারপোর্ট বা হোটেলে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকা জরুরি।

পাবলিক ওয়াই-ফাই ঝুঁকি

গুগলের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, লেখা-ভিত্তিক প্রতারণা ও মোবাইল কেন্দ্রিক সাইবার হামলার সংখ্যা দ্রুত বাড়ছে। এসবের মধ্যে পাবলিক ওয়াই-ফাই অন্যতম বড় নিরাপত্তা ঝুঁকি। বিশেষ করে অনলাইন ব্যাংকিং, কেনাকাটা বা অন্য আর্থিক ও ব্যক্তিগত অ্যাকাউন্টে লগ-ইন করার সময় পাবলিক নেটওয়ার্ক ব্যবহার না করাই ভালো।

ডিজিটাল প্রতারণার নতুন কৌশল

বিশ্বজুড়ে ডিজিটাল প্রতারণা এখন বৈশ্বিক ব্যবসায় পরিণত হয়েছে। গত এক বছরে এ ধরনের প্রতারণায় ভোক্তাদের ক্ষতি হয়েছে প্রায় ৪০ হাজার কোটি ডলার, যার খুব অল্প অংশই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। প্রতারকরা এখন আরও কৌশলী। তারা চুরি করা ফোন নম্বর কিনছে, স্বয়ংক্রিয় বার্তা পাঠাচ্ছে এবং ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীর তথ্য চুরি করছে।

সাইবার অপরাধীদের কৌশল

প্রতারকরা কখনও ভুয়া পার্সেল ডেলিভারি বা করসংক্রান্ত বার্তা দিয়ে মানুষকে ভয় দেখায়। কেউ কেউ ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে চাকরির প্রস্তাব বা রোমান্টিক সম্পর্কের ভান করে তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে। কখনও তারা এমন বার্তা পাঠায়, যা আতঙ্ক সৃষ্টি করে, যেমন ‌‘আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে’ বা ‘ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে।’

গুগলের পরামর্শ

  • একান্ত প্রয়োজন ছাড়া পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না।
  • ব্যাংক অ্যাকাউন্টে লগ-ইন বা সংবেদনশীল তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন।
  • ফোনের ওয়াই-ফাই অটোকানেক্ট বন্ধ রাখুন।
  • সংযোগ আসল ও এনক্রিপটেড কিনা, যাচাই করুন।
  • অচেনা লিংক বা বার্তায় সাড়া দেবেন না।
  • সন্দেহজনক যোগাযোগ যাচাই করতে সরকারি বা অফিসিয়াল মাধ্যম ব্যবহার করুন।
  • সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট নিয়মিত ইনস্টল করুন।
  • ব্যাংক বা ক্রেডিট কার্ডে অস্বাভাবিক লেনদেন আছে কিনা, খেয়াল রাখুন।

এই সাধারণ সতর্কতা মেনে চললে অনলাইন নিরাপত্তা অনেকাংশে বাড়ানো সম্ভব।

সূত্র: ইন্ডিয়া টুডে