এআই-এর তথ্য বিশ্বাসের আগে যাচাই জরুরি: গুগল সিইও
গুগলের মাদার কোম্পানি আলফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দেওয়া সব তথ্যকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তিনি বলেন, এআই মডেলগুলোতে ভুল হওয়ার প্রবণতা থাকে। তথ্য যাচাইয়ের জন্য অন্য উপায় ব্যবহার করাও জরুরি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুন্দর পিচাই বলেন, ‘এআই টুলস সৃজনশীল কাজে সহায়ক হলেও এগুলো যেসব ক্ষেত্রে ভালো, সেভাবে ব্যবহার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করি। তবে আধুনিক এআই প্রযুক্তিতেও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, গুগলের নতুন ভোক্তা-উদ্দেশ্য ভিত্তিক এআই মডেল জেমিনি ৩.০, যা ইতিমধ্যেই চ্যাটজিপিটির বাজারের কিছু অংশ ফিরে পেতে সাহায্য করছে। এ বছরের মে মাসে গুগল সার্চে একটি নতুন এআই মোড যুক্ত করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা যেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন এমন অভিজ্ঞতা পান।
পিচাই জানান, এআই-এর দ্রুত বিকাশ এবং সম্ভাব্য ক্ষতিকর প্রভাব ঠেকাতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার মধ্যে একটি টানাপোড়েন তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কাজ হলো একদিকে সাহসী এবং অন্যদিকে দায়িত্বশীল থাকা।’
এছাড়া, গুগল এআই নিরাপত্তায় বিনিয়োগ বাড়িয়েছে। উদাহরণস্বরূপ, এমন প্রযুক্তি ওপেন সোর্স করা হচ্ছে, যার মাধ্যমে বোঝা যাবে কোনো ছবি এআই এর তৈরি কিনা।
সুন্দর পিচাই আরও বলেছেন,‘এত শক্তিশালী প্রযুক্তি কোনো একক কোম্পানির হাতে থাকা উচিত নয়। যদি শুধুমাত্র এক কোম্পানি এআই তৈরি করত এবং সবাইকে সেটিই ব্যবহার করতে হতো, তাহলে আমি উদ্বিগ্ন হতাম। তবে আমরা এখনো সেই পরিস্থিতি থেকে অনেক দূরে।’
সূত্র : বিবিসি