গুগল কিপে নোট সাজাতে জেমিনির নতুন সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৮

গুগল কিপে নোট সাজাতে জেমিনির নতুন সুবিধা

নোট লেখার জন্য গুগল কিপ অনেকের কাছেই প্রিয় অ্যাপ। তবে অনেক সময় এটি সীমিত মনে হতে পারে। ঠিক সেই জায়গায় জেমিনি যুক্ত  হলে কিপ আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিকল্পনা তৈরি, সারসংক্ষেপ লেখা বা তালিকা সাজানোর কাজ এখন আরও সহজ। সবচেয়ে ভালো দিক হলো, এই সুবিধা ব্যবহার করতে আলাদাভাবে প্রিমিয়াম সদস্য হতে হবে না।

গুগল কিপের সঙ্গে জেমিনির সংযোগ শুরু হয় একটি সাধারণ কাজ দিয়ে। শুধু বলতে হবে ‘কিপে নতুন নোট তৈরি করো বা তালিকা বানাও’ এবং প্রয়োজনীয় আইটেমের নাম বললেই নোটটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়। টাইপ করা বা আলাদা করে নোট খোলার ঝামেলা নেই। নিয়মিত চেকলিস্ট তৈরিতে এটি খুব কাজে আসে।

জেমিনি দিয়ে নোট ও পরিকল্পনা সাজানো

জেমিনিকে নির্দেশ দিলে এটি শেখার পরিকল্পনা, কাজের তালিকা বা লেখার ভাবনা তৈরি করে কিপে সংরক্ষণ করতে পারে। যেমন, চার সপ্তাহের একটি ট্রেনিং পরিকল্পনা তৈরি করে কিপে রেখে দেওয়া যায় বা কোনো লেখা বিষয়ক পাঁচটি নতুন ভাবনা নোটে সংরক্ষণ করা যায়। কিপের নোটের পরিবর্তনের ইতিহাস থাকায় পরিবার বা সহকর্মীরাও চাইলে সম্পাদনায় অংশ নিতে পারে।

তবে মনে রাখতে হবে, প্রতিটি কিপ নোটে সর্বোচ্চ ১৯ হাজার ৯শ’ ৯৯ অক্ষর রাখা যায়। কখনও কখনও জেমিনি নোট সরাসরি কিপে না রেখে ক্যানভাসে রাখে।

পুরোনো নোট আপডেটেও সময় বাঁচে

গুগল কিপ না খুলেও জেমিনিকে বলে পুরোনো নোটে নতুন তথ্য যোগ করা যায়। যেমন ভ্রমণের তালিকায় নতুন একটি উপকরণ যোগ করতে বলা। নোটের নাম বড় বা ছোট অক্ষরে লেখা না হলেও জেমিনি তা শনাক্ত করতে পারে। যদি নোট না থাকে, জেমিনি তা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেয়।

পুরোনো নোট খুঁজতে

নোটের সংখ্যা বেশি হলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়। জেমিনিকে বলে নির্দিষ্ট নোট তুলে এনে সারসংক্ষেপ তৈরি করা যায়। এতে সংরক্ষিত পরিকল্পনা বা আইডিয়া আবার কাজে লাগানো সহজ হয়। গুরুত্বপূর্ণ নোট আর্কাইভ করে রাখলে কিপও অগোছালো হয় না।

দৈনন্দিন কাজে সৃজনশীল ব্যবহার

রেসিপি, কাজের পরিকল্পনা বা অসম্পূর্ণ ভাবনা কিপে লিখে রেখে পরে জেমিনিকে বলা যায় সবকিছু সুন্দর করে বুলেট তালিকায় সাজাতে। ব্যস্ত সময়ে লাইভ ভয়েস মোডে হাত ছাড়াই নোট সংরক্ষণ করা যায়।

পরিবার ও কাজের টাস্ক 

কিপের তালিকা গুগল ক্যালেন্ডার ও টাস্ক অ্যাপের সঙ্গে যুক্ত হয়। তাই মিটিং-এর প্রস্তুতির জন্য আগাম অনুস্মারক ঠিক করে দেওয়া যায়। পরিবার ও কর্মজীবনের কাজ মনে করিয়ে দিতে এটি বেশ কার্যকর।

এক নির্দেশে ধারাবাহিক নোট তৈরি

জেমিনিকে একটি নির্দেশ দিয়েই আলাদা আলাদা নোট তৈরি করা যায়। যেমন, কোনো ছবি-প্রকল্পের জন্য শুরু হচ্ছে, চলছে, শেষ হয়েছে এমন তিন ধাপের নোট আলাদা তালিকায় তৈরি করা। এতে কাজ পর্যবেক্ষণ বা শিক্ষার অগ্রগতি দেখা সহজ হয়।

গুগল কিপে জেমিনি সত্যিকারে যে পার্থক্য আনে

কিপ দ্রুত নোট ধরে রাখে এবং জেমিনি সেই তথ্য সাজিয়ে বিশ্লেষণ করে। দুটির মিলিত ব্যবহার নোট নেওয়ার অভিজ্ঞতাকে শুধু সহজই করে না বরং কার্যকর ও মনোযোগপূর্ণ করে তোলে। আইডিয়া গুছিয়ে রাখা, পরিকল্পনায় অগ্রগতি দেখা এবং প্রয়োজনীয় নোট সহজে খুঁজে পাওয়া এখন আরও সহজ হয়ে গেছে।

সূত্র: মেক ইউজ অব