আইএমএসও’তে বাংলাদেশের শিক্ষার্থীদের ১২টি পদক জয়

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এবারের আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীরা দুটি রৌপ্যপদক ও ১০টি ব্রোঞ্জপদক পেয়েছে। সম্প্রতি (গত বৃহস্পতিবার) মালয়েশিয়ার কেদাহ প্রদেশের রাজধানী আলোর সেতারে অনুষ্ঠিত আইএমএসওর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ দলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিজিৎ সাহা (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল) গণিতে এবং তাহমিদ হাসান (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) বিজ্ঞানে রৌপ্যপদক অর্জন করে। দলটি ‘বেস্ট কো-অপারেটিভ টিম’ হিসেবেও স্বীকৃতি পায়। পাশাপাশি ‘স্টেম এক্সপ্লোরেশন’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
গণিত বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. নাবি হোসেন ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ওয়াফিয়া হাসান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার।
অন্যদিকে বিজ্ঞান বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের সৈয়দ আয়ান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভিজ্ঞান রায়, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের আকিব ফাত্তাহ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাহাবী ইবনে এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. মিফতাহুল ইসলাম।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি জাহিদুল আমিন। তিনি বলেন, ‘প্রথমবার অংশ নিয়েই দলের প্রতিটি শিক্ষার্থীর পদক পাওয়া এক অনন্য অর্জন। এই সাফল্যের কৃতিত্ব শিক্ষার্থী, মেন্টর এবং অভিভাবক-সবার।’
চারজন শিক্ষার্থীর পদকপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেছেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেইরা। তিনি বলেন,‘আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের মেধার অধিকারী। তাদের এই সাফল্যে আমি আনন্দিত, তবে অবাক নই। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক পর্যায় থেকেই বিজ্ঞান ও গণিত শিক্ষার ওপর আরও জোর দেওয়া প্রয়োজন।’
৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় এবারের ২২তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। ২৩টি দেশের চার শতাধিক প্রাথমিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
উল্লেখযোগ্যভাবে, এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ এই অলিম্পিয়াডে অংশ নেয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ উদ্যোগে গত ২২ আগস্ট দেশে প্রথম বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেখান থেকেই ধাপে ধাপে বাছাই করে ১২ জন শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্বে পাঠানো হয়।