এনার্জিপ্যাকের নতুন ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ উদ্বোধন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২২

এনার্জিপ্যাকের নতুন ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ উদ্বোধন

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গাজীপুরের ভোগড়ায় (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক) ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ চালু করেছে। এই সেন্টার থেকে চীনা বাণিজ্যিক বাহনগুলোর জন্য বিশেষায়িত সার্ভিসিং সুবিধা প্রদান করা হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশে বাণিজ্যিক বাহনের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই চাহিদা পূরণ করছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ি। অটোমোবাইল খাতে বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে এনার্জিপ্যাক ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ -টি চালু করেছে। এনার্জিপ্যাকের এ সার্ভিস সেন্টার হবে দেশের সর্বপ্রথম ও সবচেয়ে বড় চীনা গাড়ির সার্ভিস সেন্টার। এখানে পাওয়া যাবে আসল সব স্পেয়ার পার্টস। শুধু বাস-ট্রাক, পিকআপ নয়, চীনা নির্মাণ যন্ত্রপাতিও এখানে সার্ভিসিং করানো যাবে।

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ বলেন,‘বাংলাদেশের অটোমোবাইল খাত দ্রুত বাড়ছে, যার ফলে আমরা বাজারে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। এই প্রেক্ষাপটে দেশে বাণিজ্যিক কাজে ব্যবহৃত চীনা গাড়ির জন্য একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের প্রয়োজনীয়তা স্পষ্ট। আমাদের লক্ষ্য দেশের সার্ভিস সেক্টরকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া। এই সার্ভিস সেন্টারের মাধ্যমে আমরা গুণগত মান, নির্ভরযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টির নতুন মানদণ্ড তৈরি করতে চাই।’

এই সেন্টার গাড়ির স্থায়িত্ব ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করবে। একসাথে ২০টি গাড়ি সার্ভিস দেওয়ার সক্ষমতা সেন্টারটির রয়েছে। শুরু থেকেই এখানে ৫০ জন দক্ষ কর্মী কাজ করবেন। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকবে ২৪/৭ সাপোর্ট সিস্টেম। এনার্জিপ্যাক সারা দেশে ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ সম্প্রসারণের পরিকল্পনাও করছে যার মাধ্যমে প্রায় ১,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

বাংলাদেশের পরিবর্তনশীল অটোমোবাইল খাতে উদ্ভাবনী সমাধান দেওয়ার ধারাবাহিক যাত্রায় ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।