গুগল ম্যাপসকে আরও ব্যক্তিগত করার ৫ সহজ উপায়
গুগল ম্যাপস শুধু পথনির্দেশক নয়। এটি এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা আপনি আপনার জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে পারেন। যাত্রা আরও সহজ করতে, প্রিয় স্থানগুলো সংরক্ষণ করতে বা ম্যাপের চেহারা নিজস্ব করতে চাইলে এই পাঁচটি টিপস কাজে লাগবে।
১. প্রিয় ইমোজি দিয়ে তালিকা সাজান
গুগল ম্যাপসে স্থাপনাগুলোকে তালিকায় রাখা একটি জনপ্রিয় ফিচার। আপনি চাইলে প্রতিটি তালিকায় একটি মজার ইমোজি ব্যবহার করতে পারেন। যেমন ইমোজি দিয়ে ‘টপ বার্গার’ বা ‘ভবিষ্যতের হাইক’ তালিকা চিহ্নিত করা যাবে। এতে আপনার সংরক্ষিত জায়গাগুলো আরও সহজে চেনা যাবে। নতুন তালিকা শুরু করে “চুজ আইকন” অপশনটি ব্যবহার করুন।
২. স্ক্রিনশটকে ব্যক্তিগত ভ্রমণ গাইডে পরিণত করুন
ভ্রমণ পরিকল্পনা করার সময় আপনি অনেক স্ক্রিনশট নেন ব্লগ, নিউজ বা সোশ্যাল মিডিয়া থেকে। গুগল ম্যাপস এই স্ক্রিনশট থেকে স্থানের নাম খুঁজে বের করে একটি কাস্টম তালিকায় সংরক্ষণ করতে পারে। এতে যেকোনো সময় যাত্রাপথ ও দর্শনীয় স্থান সহজে দেখা যাবে। এটি যেন আপনার ব্যক্তিগত ভ্রমণ সূচি তৈরি করছে।
৩. বাড়ি ও কাজের জন্য সময় সহজে দেখুন
সঠিক সময়ে বাড়ি বা অফিসে পৌঁছানো কখনও সহজ হয় না। তবে গুগল ম্যাপসে বাড়ি ও অফিস ঠিকানা সেট করলে হোমস্ক্রিন থেকেই রিয়েল টাইমে এটির অনুমান সময় পাওয়া যাবে। আপনি চাইলে প্রতিটি স্থানের জন্য আলাদা আইকনও ব্যবহার করতে পারেন। শুধু স্থানে ক্লিক করে তিন ডট মেনু থেকে ‘চেঞ্জ আইকন’ নির্বাচন করুন।
৪. নিজের যানবাহন কাস্টমাইজ করুন
যাত্রাকে আরও মজাদার করতে আপনি সাধারণ ন্যাভিগেশন অ্যারো পরিবর্তন করে নিজের পছন্দের যানবাহন ব্যবহার করতে পারেন। ন্যাভিগেশন শুরু করলে অ্যারোতে ক্লিক করে রেসকার, পিকআপ ট্রাক বা অন্য যানবাহন বেছে নিন। এটি আপনার যাত্রাকে আরও ব্যক্তিগত এবং মজাদার করে তুলবে।
৫. আপনার সময়সূচি অনুযায়ী পরিকল্পনা করুন
যদি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে চান, আপনি আগেই আপনার আগমনের সময় সেট করতে পারেন। এটি ডিনার রিজার্ভেশন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য উপযোগী। শুধু ‘ডিরেকশন’ এ যান, ড্রাইভিং মোড নির্বাচন করুন, তিন ডট মেনু থেকে আগমনের সময় ঠিক করুন। ম্যাপস তখন জানাবে কখন রাস্তায় বের হওয়া উচিত।
এই সহজ কৌশলগুলো ব্যবহার করে গুগল ম্যাপসকে আপনার দৈনন্দিন জীবন ও ভ্রমণের জন্য আরও সুবিধাজনক ও ব্যক্তিগতভাবে সাজানো সম্ভব। তরুণ ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করে তাদের যাত্রাকে আরও স্মার্ট এবং মজাদার করে তুলতে পারবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া