চাকরিকে এআই-ঝুঁকিমুক্ত রাখতে সৃজনশীলতার ৩ চ্যাটজিপিটি প্রম্পট
						কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তিনির্ভর এই যুগে যেখানে অনেক পেশাই এআই’র কারণে পরিবর্তিত হচ্ছে, সেখানে একটি দক্ষতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর তা হলো সৃজনশীল চিন্তা। বিশেষজ্ঞদের মতে, কেবল প্রযুক্তি জানলেই হবে না, বরং যারা সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন, নতুন ধারণা দিতে পারেন, তারাই আগামী দিনের কর্মক্ষেত্রে টিকে থাকবেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউএফই)এর ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে দ্রুত চাহিদা বাড়বে সৃজনশীল চিন্তার দক্ষতার। সমীক্ষায় অংশ নেওয়া ৫৭ শতাংশ নিয়োগকর্তা বলেছেন, সৃজনশীল চিন্তা এমন একটি ক্ষমতা যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রে এই চাহিদার হার আরও বেশি-প্রায় ৬৩ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, যারা নিয়মিত নতুন ধারণা দিতে পারেন, সমস্যার ভিন্ন দিক দেখতে পারেন, এবং প্রচলিত ধারা ভেঙে চিন্তা করতে পারেন, তারা যেকোনো পেশায় আলাদা মূল্য তৈরি করতে পারবেন।
চ্যাটজিপিটি হতে পারে সৃজনশীলতার সহকারী
বিশেষজ্ঞরা বলছেন, এআই-এর এই যুগে চ্যাটজিপিটি’র মতো টুলকে ভাবতে হবে সহায়ক হিসেবে, বিকল্প হিসেবে নয়। অর্থাৎ এটি যেন চিন্তার জায়গা দখল না করে, বরং সৃজনশীল চিন্তা জাগিয়ে তোলার অনুঘটক হিসেবে কাজ করে।
ফোর্বসের প্রতিবেদনে লেখক রেচেল ওয়েলস লিখেছেন, ‘চ্যাটজিপিটিকে আপনার ব্রেন হিসেবে নয়, বরং দ্বিতীয় ব্রেন হিসেবে ব্যবহার করুন-যা আপনার সৃজনশীল ধারণাগুলোকে আরও প্রসারিত করবে।’
তিনি বলেন, অনেক পেশাজীবী এখনো জানেন না কিভাবে ‘বক্সের বাইরে’ চিন্তা করতে হয়। অথচ সৃজনশীল চিন্তা শুধু কর্মদক্ষতা বাড়ায় না, বরং নেতৃত্ব, সিদ্ধান্ত নেওয়া ও সমস্যা সমাধানে মৌলিক পার্থক্য গড়ে দেয়।

সৃজনশীল চিন্তা বাড়াতে তিনটি চ্যাটজিপিটি প্রম্পট
রেচেল ওয়েলস তিনটি কার্যকর চ্যাটজিপিটি প্রম্পট দিয়েছেন, যা কর্মজীবনে সৃজনশীল দক্ষতা চর্চায় সাহায্য করতে পারে-
১. প্রচলিত ধারা ভাঙার প্রম্পট
চ্যাটজিপিটিকে বলুন, ‘তুমি একজন সৃজনশীল কোচ; আমার ব্যবসায়িক সমস্যার অপ্রচলিত তিনটি সমাধান দাও।’ এতে নতুন ও সাহসী চিন্তার অনুশীলন হয়।
২. ধারণা মেলানোর প্রম্পট
কাজের কোনো জটিল পরিস্থিতি নিয়ে বলুন, ‘দুটি আলাদা পদ্ধতি একত্র করলে কেমন ফল আসতে পারে?’-এভাবে ভিন্ন ভাবনাগুলো একত্র হয়ে নতুন সমাধান তৈরি হয়।
৩. অন্য দৃষ্টিকোণ থেকে দেখার প্রম্পট
নিজের প্রজেক্টের বিষয়ে চ্যাটজিপিটিকে বলুন, ‘এটি পাঁচজন ভিন্ন অংশীদারের দৃষ্টিতে কেমন দেখায়?’ এতে আপনি বৈচিত্র্যময় মতামত ও ব্যবহারকারীর অভিজ্ঞতা বুঝতে পারবেন।
কেন সৃজনশীলতা অপরিহার্য
রেচেল ওয়েলসের মতে, ‘এআই তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু নতুন ভাবনা তৈরি করতে পারে না।’ তাই যারা কেবল প্রযুক্তির ওপর নির্ভর করছেন, তাঁরা একসময় একই পুরোনো ধারণা পুনরাবৃত্তি করবেন।
তিনি বলেন, ‘চ্যাটজিপিটি ব্যবহার করুন নিজের ভাবনা প্রসারিত করতে, কিন্তু চিন্তার বিকল্প হিসেবে নয়। এটি যেন আপনার শেখার অংশ হয়, চিন্তার বিকল্প নয়।’
সৃজনশীল চিন্তা মানেই ভবিষ্যৎ নিরাপত্তা
বিশেষজ্ঞদের মতে, নেতৃত্ব, কৌশল, গল্পবলন, মার্কেটিং বা নকশা যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, সৃজনশীল চিন্তা থাকলে আপনার অবস্থান হবে অনন্য। যারা ভিন্নভাবে চিন্তা করেন, নতুন সমাধান দেন, তাঁরাই হয়ে উঠছেন আগামী দিনের অদলনীয় কর্মী, যাদের জায়গা কোনো এআই নিতে পারবে না।
সূত্র : ফোর্বস