উইন্ডোজ ১১-এ যুক্ত হওয়া নতুন স্টার্ট মেনু যেভাবে পাবেন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৪:৪৫

উইন্ডোজ ১১-এ যুক্ত হওয়া নতুন স্টার্ট মেনু যেভাবে পাবেন
ছবি : পিসিওয়ার্ল্ড

নতুন উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য এসেছে আনন্দের খবর। মাইক্রোসফট চালু করেছে সম্পূর্ণ নতুন স্টার্ট মেনু, যা ব্যবহারকে আরও সহজ ও গতিশীল করবে। চাইলে ব্যবহারকারীরা এখন নিজেই এটি ইনস্টল করে তাদের পিসিতে নতুন ইন্টারফেসের সুবিধা উপভোগ করতে পারবেন। শুধু স্টার্ট মেনু নয়, ফাইল এক্সপ্লোরার ও ব্যাটারি প্রদর্শনের নতুন ফিচারও যুক্ত হয়েছে। এই আপডেট তরুণ ব্যবহারকারীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে আরও মসৃণ ও আকর্ষণীয় করে তুলবে।

মাইক্রোসফট উইন্ডোজ ১১-তে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন স্টার্ট মেনু। নতুন এই ইন্টারফেস এখন পরীক্ষামূলকভাবে পাওয়া যাচ্ছে কেবি৫০৬৭০৩৬ নামের ঐচ্ছিক আপডেটের মাধ্যমে। চাইলে ব্যবহারকারীরা নিজে থেকেই উইন্ডোজ আপডেট থেকে এটি ইনস্টল করতে পারবেন।

নতুন স্টার্ট মেনুর বৈশিষ্ট্য

নতুন স্টার্ট মেনুটি মূলত দ্রুত ও সহজ নেভিগেশনের জন্য তৈরি করা হয়েছে। এখানে যুক্ত হয়েছে স্ক্রলযোগ্য অ্যাপ তালিকা, যেখানে সব ইনস্টল করা অ্যাপ একসাথে দেখা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে ‘ক্যাটাগরি ভিউ’ বা ‘গ্রিড ভিউ’ বেছে নিতে পারবেন। ক্যাটাগরি ভিউতে অ্যাপগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো থাকে, আর গ্রিড ভিউতে বর্ণানুক্রমে প্রদর্শিত হয়। আপনি শেষবার যে ভিউ বেছে নেবেন, পরবর্তীতে সেটিই স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।

স্টার্ট মেনু এখন ডিভাইসের পর্দার আকার অনুযায়ী নিজে থেকেই মানিয়ে নেয়। কোনো কনটেন্ট বেশি হলে ‘পিনড’ও ‘রিকমেন্ডেড’ অংশ নিজে থেকেই প্রসারিত হয় বা সংকুচিত হয়। চাইলে সেটিংসের ‘পার্সোনালাইজেশন > স্টার্ট” থেকে রিকমেন্ডেশন অংশটি বন্ধও করা যাবে।

ফোন লিংক ও ফাইল এক্সপ্লোরার

নতুন স্টার্ট মেনুর ডান পাশে যুক্ত হয়েছে ফোন লিংক  ফিচার, যার মাধ্যমে কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফাইল স্থানান্তর করা যাবে। এমনকি ফোনে চলমান অ্যাপও কম্পিউটার থেকে চালিয়ে নেওয়া সম্ভব হবে। এই অংশে কল, মেসেজ ও ছবির নোটিফিকেশনও দেখা যাবে, যা সরাসরি ট্রান্সফার করা যাবে পিসিতে।

শুধু স্টার্ট মেনু নয়, এই আপডেটে ফাইল এক্সপ্লোরারও আরও স্মার্ট হয়েছে। এখন ‘ফাইল এক্সপ্লোর হেয়ার’ অংশে আপনি প্রায়শই ব্যবহৃত বা সদ্য যুক্ত ফাইলগুলোর রিকমেন্ডেশন দেখতে পাবেন। চাইলে সেটিংস থেকে এই ফিচারটি বন্ধ রাখা যাবে।

ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এসেছে ব্যাটারি আইকনের নতুন রূপ। ব্যাটারির অবস্থার ওপর ভিত্তি করে রঙ এখন পরিবর্তিত হবে। সবুজ মানে ব্যাটারি ভালো বা চার্জ হচ্ছে, হলুদ মানে ব্যাটারি ২০ শতাংশের নিচে, আর লাল মানে ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছে।

কীভাবে আপডেটটি ইনস্টল করবেন

এই সুবিধাগুলো পেতে চাইলে আপনাকে প্রথমে সেপ্টেম্বর মাসের বাধ্যতামূলক আপডেট KB5043080 ইনস্টল করতে হবে। এরপর KB5067036 আপডেটটি উইন্ডোজ আপডেট থেকে ম্যানুয়ালি ইনস্টল করা যাবে। চাইলে মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকেও এটি ডাউনলোড করা সম্ভব।

তবে মাইক্রোসফট জানিয়েছে, নতুন স্টার্ট মেনুসহ কিছু ফিচার ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। অর্থাৎ, আপডেট ইনস্টল করার পরেও কিছু ব্যবহারকারী হয়তো তা সঙ্গে সঙ্গে পাবেন না।

প্রযুক্তিতে দক্ষ যারা তারা চাইলে ViVeTool নামের একটি সফটওয়্যার ব্যবহার করে নতুন ফিচারগুলো আগে থেকেই চালু করে নিতে পারেন। এটি ব্যবহার করতে উইন্ডোজের কমান্ড প্রম্পটে প্রশাসক অনুমতিতে নির্দিষ্ট কোড চালাতে হবে এবং তারপর পিসি রিস্টার্ট করলেই পরিবর্তন কার্যকর হবে।

নতুন এই স্টার্ট মেনু ও ইন্টারফেস উইন্ডোজ ১১কে আরও আধুনিক, সহজ ও ব্যবহারবান্ধব করে তুলবে বলে আশা করছে মাইক্রোসফট।

সূত্র: পিসিওয়ার্ল্ড