গুগল স্লাইডস ও ভিডসে ‘ন্যানো বানানা’ দিয়ে করা যাবে ছবি সম্পাদনা

প্রেজেন্টেশন বা ভিডিওর ভিজুয়াল এখন আরও সহজভাবে তৈরি করা সম্ভব। গুগল স্লাইডস ও ভিডসে যুক্ত হয়েছে নতুন এআই মডেল ‘ন্যানো বানানা’। এখন থেকে ব্যবহারকারীরা শুধু লিখে নির্দেশ দিলেই ছবি সম্পাদনা করে দেবে। তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের জন্য এটি নতুন সৃজনশীল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
গুগল ওয়ার্কস্পেসের সাম্প্রতিক আপডেটে ‘ন্যানো বানানা’ মডেল যুক্ত হয়েছে স্লাইডস ও ভিডসে। এটি মূলত জেমিনি অ্যাপে সম্প্রতি ব্যবহার হওয়া উন্নত ইমেজ এডিটিং মডেলের সম্প্রসারণ। নতুন মডেলটি আচরণের সামঞ্জস্যতা এবং আউটপুটের গুণমান অনেক উন্নত করেছে। ফলে তৈরি হওয়া ছবি এখন আরও বাস্তবসম্মত ও পেশাদার মানের হবে।
কাস্টম প্রম্পটিং দিয়ে ছবি সম্পাদনা
সবচেয়ে বড় সংযোজন হলো কাস্টম প্রম্পটিং। ব্যবহারকারীরা এখন প্রি-সেট ফিল্টার বা সীমিত অপশনে আটকে থাকবেন না। প্রেজেন্টেশন বা ভিডিও প্রজেক্টে কোনো ছবি নির্বাচন করে ‘Edit image’ বাটনে ক্লিক করলেই স্বাভাবিক ভাষায় নির্দেশ লিখে ছবিতে পরিবর্তন আনা যাবে। উদাহরণস্বরূপ, আপনি লিখতে পারেন, ‘এই প্রোডাক্টটিকে বাংলাদেশের মতিঝিল মোট্রো স্টেশনে রাখো’ - মডেল সঙ্গে সঙ্গে সেই ব্যাকগ্রাউন্ডসহ নতুন ইমেজ তৈরি করবে, যা সরাসরি স্লাইডে ব্যবহার করা যাবে।
যারা ব্যবহার করতে পারবেন
গুগল জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হচ্ছে। এটি পাওয়া যাবে বেশিরভাগ পেইড ওয়ার্কস্পেস সাবস্ক্রাইবার, গুগল এআই প্রো ফর এডুকেশন, এবং গুগল এআই প্রো ও আল্ট্রা ব্যবহারকারীদের জন্য। যদিও ফলাফল চমকপ্রদ, সঠিক নির্দেশনা এবং কিছু সংশোধন ছাড়া সবসময় নিখুঁত ফল পাওয়া যাবে না।
‘ন্যানো বানানা’ ব্যবহার করে প্রেজেন্টেশন ও ভিডিওর জন্য প্রফেশনাল মানের ভিজুয়াল তৈরি করা এখন সহজ এবং দ্রুত সম্ভব। তরুণ কন্টেন্ট নির্মাতা ও শিক্ষার্থীরা এই টুল ব্যবহার করে তাদের সৃজনশীল আইডিয়াগুলো আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে।
সূত্র : ক্রোম আনবক্সড