মেটাকে ৫৫ কোটি ডলার জরিমানা করেছে স্পেনের আদালত

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৩

মেটাকে ৫৫ কোটি ডলার জরিমানা করেছে স্পেনের আদালত

স্পেনের রাজধানী মাদ্রিদের বাণিজ্যিক আদালত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৪৭৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছে, যা মার্কিন মুদ্রায় প্রায় ৫৫ কোটি ১০ লাখ ডলার। অভিযোগ হলো, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ভুলভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি বছরের পর বছর অন্যায্য সুবিধা নিয়েছে বিজ্ঞাপন বাজারে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যমগুলো। ওই ক্ষতিপূরণই দেওয়া হবে স্পেনের ৮৭টি সংবাদমাধ্যমকে।

২০২৩ সালে স্পেনের অ্যাসোসিয়েশন অব মিডিয়া ইনফরমেশন (এএমআই) এই মামলা করে। তাদের অভিযোগ ছিল, মেটা ইউরোপের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নীতিমালা বা আরজিপিডি লঙ্ঘন করে বিজ্ঞাপন দেখিয়েছে এবং ব্যাপকভাবে ব্যবহারকারীর তথ্য ব্যবহার করেছে। এতে সংবাদমাধ্যমগুলো বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা করতে পারেনি।

এএমআই-এর চেয়ারম্যা হোসে জোলি মার্টিনেজ দে সালাজার বলেন, মেটা ইউরোপীয় নাগরিকদের গোপনীয়তা রক্ষার আইন উপেক্ষা করে বাজারে নিজেদের আধিপত্য তৈরি করেছে। এর ফলে সংবাদমাধ্যমগুলোর আয়ের বড় অংশ কমে গেছে এবং তাদের টিকে থাকাই কঠিন হয়ে উঠেছিল।

আদালতের রায়ে বলা হয়, ২০১৮ সালের ২৫ মে থেকে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়টিতে মেটা স্পেনে মোট ৫ হাজার ২৮১ মিলিয়ন ইউরো আয় করেছে বিজ্ঞাপন থেকে। এই আয় অর্জিত হয়েছে আরজিপিডি লঙ্ঘনের মাধ্যমে, যা মেটাকে প্রতিযোগীদের তুলনায় অন্যায্য সুবিধা দিয়েছে। আদালত জানায়, নিয়ম ভেঙে উপার্জিত অর্থ সংবাদমাধ্যমগুলোর বাজার-শেয়ারের ভিত্তিতে ভাগ করে দিতে হবে।

মেটা আগে ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি নিয়ে বিজ্ঞাপন দেখাত। কিন্তু আরজিপিডি কার্যকর হওয়ার পর প্রতিষ্ঠানটি দাবি করে যে, ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করা তাদের ‘সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয়’। অর্থাৎ, ব্যবহারকারী যখন বিনামূল্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করছেন, তখন লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো নাকি সেই সেবার অংশ। তবে ২০২২ সালে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন এই যুক্তি বাতিল করে জানায়, বিজ্ঞাপন দেখানো কোনোভাবেই ব্যবহারকারীর সঙ্গে মেটার মৌলিক চুক্তির অংশ নয়।

মাদ্রিদের আদালত জানায়, মেটা ইউরোপীয় শাখা হিসেবে আয়ারল্যান্ড থেকে পরিচালিত হওয়ায় তারা প্রক্রিয়ার সময় স্পেনে ঠিক কত আয় করেছে তার পরিষ্কার তথ্য দেয়নি। তবুও আদালত গণনা হিসেব করে জরিমানার পরিমাণ ঠিক করেছে। মেটার কাছে এখনো আপিল করার সুযোগ রয়েছে। ক্ষতিপূরণের সময়কাল বা হিসাব পদ্ধতি চ্যালেঞ্জ করতে পারে প্রতিষ্ঠানটি।

মেটা রায়কে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। তারা মনে করছে, এই সিদ্ধান্ত শুধু স্পেনেই নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নের অনলাইন বিজ্ঞাপন শিল্পে প্রভাব ফেলতে পারে। কারণ, ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যপ্রণালী ইইউর সব দেশে একই।

ফ্রান্সেও মেটা একই অভিযোগে আরেকটি মামলার মুখোমুখি। আদালতের মতে, প্রযুক্তির সুবিধা থাকলেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও প্রতিযোগিতা নীতিমালা মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই রায় ইউরোপের ডিজিটাল বিজ্ঞাপন বাজারে বড় ধরনের নজির তৈরি করবে।