অবশেষে আট বছর পর সংশোধন হলো গুগলের ইমোজি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১৭:১৮

অবশেষে আট বছর পর সংশোধন হলো গুগলের ইমোজি

আট বছর আগে একটি চিজবার্গার ইমোজি নিয়ে বিশ্বজুড়ে মজার আলোচনা হয়েছিল। কারণ ইমোজিটিতে রুটির নিচে মাংস আর তার নিচে চিজ বসানো ছিল। বাস্তবে এই বিন্যাস সঠিক নয়। সেই ভুলের কারণেই গুগলকে তখন নানা কটাক্ষের মুখে পড়তে হয়। অবশেষে গুগল প্রধান সুন্দর পিচাই নিজেই সেই ইমোজির নতুন সংস্করণ প্রকাশ করেছেন।

নতুন ইমোজিতে আগের ভুলটি ঠিক করা হয়েছে। এবার চিজ রয়েছে মাংসের ওপরে। এক্স-এ পোস্ট করা ছবিতে পিচাই- এর একটি লেখা আগের আলোচনার দিকেই ইঙ্গিত দেয়।

২০১৭ সালে অ্যান্ড্রয়েডের চিজবার্গার ইমোজিতে চিজ নিচে দেখানো নিয়ে সমালোচনা শুরু হয়। তখন পিচাই মজা করে বলেছিলেন, সুযোগ পেলেই তিনি ভুলটি ঠিক করবেন। দীর্ঘ সময় পর তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।

গুগল এই সংশোধন এনেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি থ্রি এবং ন্যানো বানানা প্রো চালুর সময়ে। নতুন মডেলগুলো বাস্তব বস্তুর অবস্থান আরো নিখুঁতভাবে বুঝতে পারে। আগের মডেলগুলো এই জায়গায় দুর্বল ছিল।

প্রযুক্তি বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসন বলেছেন, নতুন ইমোজি প্রমাণ করে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তব বস্তুর অবস্থান বুঝতে বড় উন্নতি করেছে। এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে গুগলকে পিছিয়ে আছে বলা হচ্ছিল। তবে জেমিনি থ্রি উন্মোচনের পর গুগলের শেয়ারমূল্য বেড়েছে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটকে ছাড়িয়েও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়েছিল।

অনেকে ইমোজির সংশোধনকে মজার ঘটনা ভাবলেও গুগল এতে বড় বার্তা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি শুধু বড় প্রকল্পেই নয়, ছোট বিষয়েও পরিবর্তন আনছে। ভবিষ্যতে নকশা, ছবি তৈরি, প্রকৌশল ও শিক্ষায় এই ক্ষমতা ব্যাপক ভূমিকা রাখবে।