শিক্ষার্থীদের জন্য জেমিনির নতুন বিনামূল্যের সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

শিক্ষার্থীদের জন্য জেমিনির নতুন বিনামূল্যের সুবিধা
ছবি : টাইমস অব ইন্ডিয়া

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই শিক্ষার্থীদের জন্য নতুন একটি বিনামূল্যের সুযোগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা এখন গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট (এসএটি) পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।

জেমিনি অ্যাপের নতুন ফিচারটি প্রিন্সটন রিভিউ (মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য শিক্ষামূলক প্রতিষ্ঠান)-এর যাচাইকৃত শিক্ষামূলক সামগ্রী ব্যবহার করে। শিক্ষার্থীরা অনুশীলন পরীক্ষা শেষ করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবেন। এতে তারা বুঝতে পারবেন কোন বিষয়ে ভালো করছেন এবং কোন ক্ষেত্রে আরও উন্নতি দরকার।

শুধু জেমিনিকে বলতে হবে, ‘আমি একটি অনুশীলন এসএটি পরীক্ষা দিতে চাই।’ এরপর অ্যাপটি পূর্ণ দৈর্ঘ্যের পরীক্ষা সরবরাহ করে। পরীক্ষা শেষ হওয়ার পর জেমিনি ফলাফলকে বিভিন্ন বিষয় অনুযায়ী ভাগ করে দেখায় এবং শক্তি, দুর্বলতা ও উন্নতির ক্ষেত্রগুলো হাইলাইট করে।

শিক্ষার্থীরা যেকোনো প্রশ্নের জন্য ব্যাখ্যা চাইতে পারেন। এতে তারা তাদের জানার ঘাটতি চিহ্নিত করতে পারবেন এবং সেই অনুযায়ী একটি ব্যক্তিগত প্রস্তুতি পরিকল্পনা তৈরি করতে পারবেন। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

জেমিনির এই ফিচার এসএটি’র মাধ্যমে শুরু হলেও আরও বিভিন্ন পরীক্ষার জন্য সম্প্রসারিত হবে। জেমিনি ইতোমধ্যে খান একাডেমির লেখনীর সহায়ক টুল চালাচ্ছে, যা শিক্ষার্থীদের লেখালেখির প্রক্রিয়ায় সাহায্য করে, পুরো অ্যাসাইনমেন্ট তৈরি করে দিচ্ছে না।

গত বছর আগস্টে গুগল ঘোষণা করে যে, তারা মার্কিন কলেজ ও অন্যান্য অ-লাভজনক সংস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তার টুল, প্রযুক্তিগত সহায়তা এবং শিক্ষামূলিক রিসোর্স প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য এক বিলিয়ন ডলার ব্যয় করবে।

এখন শিক্ষার্থীরা সহজেই জেমিনি ব্যবহার করে এসএটি পরীক্ষা দিতে পারবেন এবং প্রতিটি পরীক্ষার ফলাফল থেকে তাদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন