বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫ ডাউন! টিমস ও আউটলুক অচল, ভোগান্তিতে ব্যবহারকারী
বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে মাইক্রোসফট ৩৬৫। হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায় টিমস, আউটলুক, ওয়ার্ড, এক্সেলও পাওয়ারপয়েন্ট। ই-মেইল পাঠানো, অনলাইন মিটিং এবং ক্লাসে যোগ দেওয়া-সবকিছুতেই বিপাকে পড়েন হাজার হাজার ব্যবহারকারী। মাইক্রোসফট জানিয়েছে, তৃতীয় পক্ষের ইন্টারনেট সেবা প্রদানকারীর রাউটিং কনফিগারেশনের ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়। ধীরে ধীরে সেবা স্বাভাবিক হলেও এই ঘটনা ডিজিটাল নির্ভরতার ঝুঁকি নতুন করে সামনে এনেছে।