মাইক্রোসফটের কোপাইলট ভিডিওতে হতাশ ব্যবহারকারীরা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪২

মাইক্রোসফটের কোপাইলট ভিডিওতে হতাশ ব্যবহারকারীরা
ছবি : উইন্ডোজ সেন্ট্রাল

উইন্ডোজ ১১-এ যুক্ত কোপাইলট নিয়ে নতুন প্রচারণা শুরু করেছে মাইক্রোসফট। কিন্তু একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। সেখানে দেখা যায় কোপাইলট সহজ একটি কাজেও ভুল নির্দেশনা দিচ্ছে। ফলে ব্যবহারকারীদের হতাশা আরও বেড়েছে।

মাইক্রোসফটের এই প্রচারণায় কয়েকজন জনপ্রিয় ইউটিউবারকে নিয়ে ছোট ভিডিও বানানো হয়েছে। উদ্দেশ্য ছিল দেখানো যে, কোপাইলট কীভাবে উইন্ডোজ ১১ ব্যবহার আরও সহজ করে। তবে একটি ভিডিও বিপরীত প্রতিক্রিয়া এনেছে।

ভিডিওটিতে একজন তরুণ ব্যবহারকারী কোপাইলটকে জানান, তিনি পর্দার লেখা বড় করতে চান। কোপাইলট প্রথম ধাপ দেখালেও পুরো প্রক্রিয়া জানাতে ব্যর্থ হয়। ব্যবহারকারীকে আবার জিজ্ঞেস করতে হয় এবার কোথায় চাপ দেব। এরপর কোপাইলট যে অংশ নির্দেশ করে সেটি লেখা নয় বরং পুরো পর্দার উপাদান বড় করে দেয়। অথচ ব্যবহারকারী শুধু লেখা বড় করার উপায় জানতে চেয়েছিলেন।

আরও বিস্ময়ের বিষয় হলো, কোপাইলট যে মাত্রা বেছে নিতে বলে সেটি আগেই চালু ছিল। অনেকেই মন্তব্য করেছেন কোপাইলট যেন নিজের ভুল মানতে না চেয়ে আগের অবস্থাকেই নতুন করে দেখিয়েছে। শেষে ব্যবহারকারী নিজের মতো করে পর্দার পরিমাণ ঠিক করেন এবং কোপাইলটের নির্দেশনা অনুসরণ করেন না।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তরুণ ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘সহায়ক ব্যবস্থাটি কতটা দুর্বল তা এই ভিডিওতেই পরিষ্কার’। অনেকেই মনে করেন প্রচারণা ভিডিও উল্টো কোপাইলটের সীমাবদ্ধতা প্রকাশ করেছে। মন্তব্যের বেশিরভাগই নেতিবাচক এবং সবাই প্রশ্ন তুলছেন মাইক্রোসফট এমন ভিডিও প্রকাশ করল কেন।

সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, পরবর্তী উইন্ডোজ আরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হবে। কিন্তু ঘন ঘন পরিবর্তন, চাপিয়ে দেওয়া নতুন সুবিধা এবং নানা ত্রুটিতে ব্যবহারকারীরা আগেই বিরক্ত ছিলেন। এখন আবার কোপাইলটের বিভ্রান্তিকর ভিডিও দেখে অনেকেই বলছেন, মাইক্রোসফটের উচিত ব্যবহারকারীদের মূল চাহিদা বুঝে কাজ করা।

বিশেষজ্ঞরা মনে করেন ব্যবহারবান্ধব এবং স্থিতিশীল একটি ব্যবস্থাই বর্তমানে ব্যবহারকারীদের প্রধান দাবি। তরুণরা চান এমন উইন্ডোজ যা অযথা নির্দেশনা চাপায় না এবং নিজের মতো ব্যবহার করার স্বাধীনতা দেয়। কোপাইলট নিয়ে সাম্প্রতিক এই ভুল ভিডিও মাইক্রোসফটের স্বয়ংক্রিয় ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।

সূত্র : উইন্ডোজ সেন্ট্রাল