ফায়ারফক্স ব্রাউজারে আসছে ওপেন সোর্স ‘এআই উইন্ডো’

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

ফায়ারফক্স ব্রাউজারে আসছে ওপেন সোর্স ‘এআই উইন্ডো’
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্রাউজারের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে মজিলা ফায়ারফক্সে যুক্ত হচ্ছে ‘এআই উইন্ডো’ নামের নতুন ফিচার। এই ফিচার ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের সময়ই এআই সহকারীর সাহায্যে নানা তথ্য জিজ্ঞেস করা ও ওয়েবে খোঁজার সুযোগ দেবে। ব্যবহারকারীর আচরণভিত্তিক ওয়েব ব্যবহারের ধরণ বদলে যাওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন দ্রুত এআই-নির্ভর ব্রাউজার তৈরি করছে।

মজিলার ব্লগ পোস্টে জানানো হয়েছে, ‘এআই উইন্ডো’ ডিফল্টভাবে চালু থাকবে না। ব্যবহারকারী চাইলে নিজে থেকে ফিচারটি চালু কিংবা বন্ধ করতে পারবেন। ওপেন সোর্স-ভিত্তিতে এই ফিচার উন্নয়ন করা হচ্ছে। বর্তমানে অপেক্ষমান তালিকায় থাকা সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

মজিলা জানায়, ব্যবহারকারী চাইলে আগের মতো সাধারণ ব্রাউজিং করতে পারবেন অথবা প্রাইভেট উইন্ডোতে ব্রাউজ করতে পারবেন। আর প্রয়োজন মনে করলে এআই উইন্ডো সক্রিয় করে আরো ব্যক্তিগতকৃত ও স্মার্ট ব্রাউজিং অভিজ্ঞতা পাওয়া যাবে।

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন ই-ব্রাউজার বাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে। কিছু ব্রাউজারে অ্যাড্রেস বারের পরিবর্তে সরাসরি কথোপকথনভিত্তিক খোঁজার সুবিধা দেওয়া হয়েছে। ডিয়া ব্রাউজার এমন উদাহরণ, আর কমেট বা চ্যাটজিপিটি অ্যাটলাস পুরোপুরি এআই এজেন্ট কেন্দ্রিক ব্রাউজার হিসেবে তৈরি।

মজিলা বলছে, তারা এমন এআই অভিজ্ঞতা তৈরি করতে চায় যা ব্যবহারকারীকে একই ঘুরপাক খাওয়া কথোপকথনে আটকে রাখবে না। বরং এআই হবে ব্রাউজিংয়ের এক সহায়ক সঙ্গী। ব্যবহারকারীরা কখন এবং কীভাবে ফিচারটি ব্যবহার করবেন, সে সিদ্ধান্ত তাদের হাতেই থাকবে। কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে আটকে থাকতে হবে না।

এ বছরের জুনে মজিলা ফায়ারফক্সে অ্যাড্রেস বার থেকেই পারপ্লেক্সিটি এআই দিয়ে সরাসরি সার্চ করার একটি নতুন অপশন যুক্ত করা হয়েছিল। নতুন এআই উইন্ডো যুক্ত হলে ব্রাউজিং আরও উন্নত হবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস