অনলাইনে যত সংযুক্ত হব, ব্যক্তিগত তথ্যের ঝুঁকি তত বাড়বে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইনে যত সংযুক্ত হব, ব্যক্তিগত তথ্যের ঝুঁকি তত বাড়বে। তাই এই পারস্পরিক সম্পর্ককে জোরদার করতে সাইবার ও ইলেকট্রনিক্স খাতে সুরক্ষা অত্যন্ত জরুরি।- বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধনকালে রেকর্ডেড ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশে ইলেকট্রনিক্স ও সাইবার সুরক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। এজন্য সরকার গত মে মাসে ডাটা প্রাইভেসি সিকিউরিটি অ্যাক্ট করেছে, যাতে সবার নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে। নিরাপত্তা খাত এখন বড় একটি বিনিয়োগক্ষেত্র। তাই এ খাতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের আন্তর্জাতিক আয়োজন শুধু প্রযুক্তি প্রদর্শনী নয়; বরং এটি জাতীয় নিরাপত্তা জোরদার, নেটওয়ার্ক গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির কার্যকর প্ল্যাটফর্ম। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম আমিরুল ইসলাম এনডিসি, তিনি বলেন, ‘বাংলাদেশে ১৭ কোটিরও বেশি মানুষ বাস করে। এত মানুষের দেশে নিরাপত্তা সরঞ্জাম ও ইনস্টলেশন সেবার চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। সরকার হাই-টেক পার্কে বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের আকর্ষণ করতে আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন মিস সাকি রেজওয়ানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি।
প্রদর্শনীতে অংশ নিয়েছে ৫০টিরও বেশি দেশি-বিদেশি নিরাপত্তা কোম্পানি, শতাধিক ব্র্যান্ড এবং ৫০০’র বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ। এতে কর্মস্থলের অগ্নি নির্বাপক প্রযুক্তি, স্মার্ট মনিটরিং সিস্টেম, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, পিপিই, নিরাপত্তা ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে।
এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এটি নিরাপত্তা ও সুরক্ষা খাতে উদ্ভাবন, বিনিয়োগ এবং অংশীদারিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।