আইফোন ইভেন্টে নতুন কী চমক থাকবে?

অ্যাপলের আইফোন ইভেন্টকে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় তুমুল আগ্রহ সবসময়। তবে এবার বিশেষ কোনো বড় চমকের সম্ভাবনা খুব বেশি নেই বলে ধারণা করা হচ্ছে।
বাজারে নতুন গুঞ্জন হলো- অ্যাপল নাকি ‘আইফোন এয়ার’ নামে নতুন একটি মডেল উন্মোচন করতে পারে। এই সম্ভাব্য আপগ্রেডই অনেককে উৎসাহিত করছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের নতুন প্রজন্মের আইফোন ১৭ সিরিজে বড় কোনো ডিজাইন পরিবর্তন না-ও থাকতে পারে। বরং আগের মডেলের অভিজ্ঞতাকে আরও উন্নত করা, ব্যাটারি পারফরম্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধা এবং ক্যামেরা টেকনোলজির উন্নতির ওপরই জোর দেওয়া হতে পারে।
অ্যাপলের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই ‘আইফোন এয়ার’ হবে এক ধরনের মধ্যবর্তী সংস্করণ। আকারে তুলনামূলক হালকা, ডিজাইনে স্লিম, আর দামে প্রিমিয়াম মডেলগুলোর চেয়ে কিছুটা কম হতে পারে। অনেকটা ম্যাকবুক এয়ার–এর মতো।
এই নতুন ভ্যারিয়েন্টের মূল লক্ষ্য হলো সেইসব ব্যবহারকারী, যারা উচ্চমানের প্রযুক্তি চান। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই মডেল আসলে অ্যাপলের বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে।
অ্যাপলের চলতি ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নানা ফিচারের ঘোষণা আসতে পারে। নতুন আইফোনগুলোতে উন্নত ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ছবি সম্পাদনা ও সার্চ ফিচারে এআই প্রযুক্তি ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।
যদিও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। তবুও প্রতি বছর অ্যাপলের ইভেন্ট ঘিরে ভক্তদের আগ্রহ কম থাকে না। এবার সেই আগ্রহ বাড়িয়ে দিয়েছে ‘আইফোন এয়ার’-এর সম্ভাবনা। অ্যাপল আসলেই নতুন এই মডেল উন্মোচন করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।