বিশ্বের প্রথম ৬জি চিপ উদ্ভাবন, কাজ করবে ১০০ জিবিপিএস গতিতে

মোবাইল ইন্টারনেটের গতিতে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। চীনের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন বিশ্বের প্রথম ‘অল-ফ্রিকোয়েন্সি’ ৬জি চিপ, যা এক ঝটকায় ১০০ গিগাবিট প্রতি সেকেন্ড (Gbps) পর্যন্ত গতি দিতে সক্ষম। এই প্রযুক্তি আমাদের যোগাযোগের ধরন বদলে দিতে পারে এবং একদিনের মধ্যে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে পারে।
পেকিং বিশ্ববিদ্যালয় এবং সিটি বিশ্ববিদ্যালয় অব হংকং-এর বিজ্ঞানীদের নেতৃত্বে তৈরি এই চিপটি এতোটাই ছোট যে তা থাম্বনেল বা আঙুলের নখের চেয়েও ছোট। মাত্র ১১ মিলিমিটার × ১.৭ মিলিমিটার আকারের এই চিপটি ০.৫ GHz থেকে ১১৫ GHz পর্যন্ত বিস্তৃত ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে সক্ষম।
বর্তমান ৫জি প্রযুক্তি সীমিত রেডিও ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে। কিন্তু নতুন চিপটি একটিমাত্র সিস্টেমে ৯টি আলাদা রেডিও সিস্টেমকে একত্রিত করেছে। এটি সম্পূর্ণ ওয়্যারলেস সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশগুলোকে একটিমাত্র ছোট চিপে সংযুক্ত করেছে, যা তৈরি করা হয়েছে থিন-ফিল্ম লিথিয়াম নায়োবেট (TFLN) নামক বিশেষ উপাদান দিয়ে।
চিপটি একটি নতুন পদ্ধতিতে সংকেত তৈরি ও প্রেরণ করে। প্রথমে ব্রডব্যান্ড ইলেক্ট্রো-অপটিক মডুলেটর ওয়্যারলেস সংকেতকে অপটিক্যাল সংকেতে রূপান্তর করে। এরপর অপ্টোইলেক্ট্রনিক অসিলেটরের মাধ্যমে প্রয়োজনীয় রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি হয়। পরীক্ষায় দেখা গেছে, চিপটি মাত্র ১৮০ মাইক্রোসেকেন্ডে ৬ GHz ফ্রিকোয়েন্সি টিউন করতে পারে, যা বর্তমান প্রযুক্তির তুলনায় অনেক দ্রুত।
৬জি প্রযুক্তি ৫জির উত্তরসূরি হিসেবে আগামী কয়েক বছরে যোগাযোগের ধরনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। এটি আল্ট্রা-হাই-স্পিড সংযোগ, অতি-নিম্ন ল্যাটেন্সি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় করবে, যা রিয়েল-টাইমে নেটওয়ার্ককে পরিচালনা ও উন্নত করতে পারবে।
তবে এই চিপের উদ্ভাবন একটি বড় পদক্ষেপ হলেও ৬জি প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিকভাবে ৬জি নেটওয়ার্ক ২০৩০ সালের দিকে চালু হতে পারে। এর আগে প্রয়োজন হবে যথাযথ অবকাঠামো নির্মাণ ও সামঞ্জস্যপূর্ণ ডিভাইস তৈরির।
৬জি আসার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহারের নতুন সুযোগ, স্মার্ট সিটি নির্মাণ ও প্রযুক্তিনির্ভর সেবার জগতে বিপ্লব ঘটতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, এটি কেবল আমাদের যোগাযোগ নয়, বরং দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হবে।
সূত্র: টেক এক্সপ্লোর