গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ আসছে নতুন ডিসপ্লে কাঠামো
ফোল্ডেবল স্মার্টফোনের পর্দায় ভাঁজের দাগ দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ। এই সমস্যার সমাধানে এবার নতুন পথে হাঁটছে স্যামসাং। প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ নতুন ধরনের ডিসপ্লে কাঠামো ব্যবহার করতে পারে বলে জানা গেছে।
শিল্পখাতের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ দ্বৈত আল্ট্রা থিন গ্লাসযুক্ত ওএলইডি ডিসপ্লে যুক্ত করার পরিকল্পনা করছে স্যামসাং ডিসপ্লে। বর্তমানে বেশির ভাগ ফোল্ডেবল ফোনে ডিসপ্লের উপরের দিকে একটি মাত্র আল্ট্রা থিন গ্লাস স্তর থাকে। নতুন কাঠামোয় ডিসপ্লের নিচের দিকেও আরেকটি গ্লাস স্তর যোগ করা হবে। এতে ফোন ভাঁজ করার সময় চাপ আরও সমানভাবে ছড়িয়ে পড়বে।
ডিলসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নতুন ডিসপ্লে ব্যবস্থার ফলে পর্দার মাঝখানের ভাঁজের গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর ডিসপ্লের তুলনায় নতুন প্যানেলে ভাঁজের দাগ প্রায় ২০ শতাংশ পর্যন্ত কম দেখা যাবে।
সম্প্রতি সিইএস ২০২৬ প্রযুক্তি প্রদর্শনীতে স্যামসাং ডিসপ্লে প্রায় ভাঁজহীন একটি ফোল্ডেবল ওএলইডি প্যানেল প্রদর্শন করেছে। সেখানে দেখা গেছে, ডিসপ্লের ভেতরের স্তরগুলোর গঠন নতুনভাবে সাজানো হয়েছে। আলো কীভাবে ডিসপ্লের ভেতর দিয়ে প্রবাহিত হবে, সেটিও নতুন করে নকশা করা হয়েছে। এসব পরিবর্তনের মূল লক্ষ্য একটাই, ভাঁজের দাগ যতটা সম্ভব কমানো।
শুধু ডিসপ্লের গ্লাস স্তর নয়, ফোল্ডেবল পর্দাকে সমর্থন দেওয়া ব্যাকপ্লেটেও পরিবর্তন আসতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যাকপ্লেটে লেজার দিয়ে তৈরি সূক্ষ্ম ছিদ্র যোগ করা হতে পারে। এই ছিদ্রগুলো ভাঁজ করার সময় চাপ ছড়িয়ে দিতে সাহায্য করবে। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও পর্দায় ভাঁজের দাগ বাড়ার আশঙ্কা কম থাকবে।
এখনো পর্যন্ত স্যামসাং আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর এই নতুন ডিসপ্লে কাঠামো নিয়ে কিছু জানায়নি। তবে যদি এসব প্রযুক্তি বাস্তবে যুক্ত হয়, তাহলে ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় সীমাবদ্ধতার একটি অনেকটাই দূর হতে পারে। বিশেষ করে তরুণ প্রযুক্তিপ্রেমীদের কাছে ফোল্ডেবল ফোন তখন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস