জরুরি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬

জরুরি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট
ছবি : সংগৃহীত

মাইক্রোসফটের জানুয়ারির উইন্ডোজ ১১ আপডেট ব্যবহারকারীদের জন্য কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু কম্পিউটার শাটডাউন বা হাইবারনেট করতে পারছিল না। এছাড়া কিছু ব্যবহারকারী দূরবর্তী ডেস্কটপে লগইন করতে সমস্যার সম্মুখীন হয়েছেন।

মাইক্রোসফট ২০২৬ সালের প্রথম নিরাপত্তা আপডেট ১৩ জানুয়ারি প্রকাশ করে। তবে চার দিনের মধ্যেই জরুরি সমাধান হিসেবে একটি অতিরিক্ত আপডেট দিতে হয়েছে। মূল সমস্যা ছিল উইন্ডোজ ১১ ২৩এইচ২ সংস্করণের এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে। সিস্টেম শাটডাউন বা হাইবারনেট ঠিকমতো কাজ করছিল না।

জরুরি আপডেটে যা হয়েছে

দূরবর্তী সংযোগের অ্যাপ্লিকেশনগুলোতে সংযোগ ও প্রমাণীকরণ ব্যর্থতা ধরা পরে। এই সমস্যা প্রভাবিত করেছে উইন্ডোজ ১১ সংস্করণ ২৫এইচ২, উইন্ডোজ ১০ সংস্করণ ২২এইচ২ ইএসইউ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫।

সিকিউর লঞ্চ থাকা ডিভাইসগুলো শাটডাউন বা হাইবারনেট করতে ব্যর্থ হতে পারে। এই সমস্যা শুধুমাত্র উইন্ডোজ ১১, সংস্করণ ২৩এইচ২‑তে লক্ষ্য করা গেছে।

মাইক্রোসফট জানিয়েছে, সমস্যাগুলো সমাধানের জন্য ১৭ জানুয়ারি জরুরি আপডেট প্রকাশ করা হয়েছে। শাটডাউন সমস্যা শুধুমাত্র উল্লেখিত সংস্করণের জন্য প্রযোজ্য।

এর আগে এই ধরনের বাগ বিরল ঘটনা ছিল। তবে সম্প্রতি এর পুনরাবৃত্তি বেড়েছে। মাইক্রোসফট ব্যবহারকারীদের সতর্ক থাকার পাশাপাশি সর্বশেষ আপডেটটি সময়মতো ইনস্টল করার পরামর্শ দিয়েছে।

সূত্র : দ্য ভার্জ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন