রেডমি নোট ১৫

প্রয়োজনীয় সবকিছু আছে, তবে বাজার প্রতিযোগিতায় অনুপযোগী

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:১৪

প্রয়োজনীয় সবকিছু আছে, তবে বাজার প্রতিযোগিতায় অনুপযোগী
রেডমি নোট ১৫ -ছবি : বিজনেস স্ট্যান্ডার্ড (ইন্ডিয়া)

বাজেট ও মাঝারি দামের স্মার্টফোনে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় রেডমি নোট সিরিজ। নতুন রেডমি নোট ১৫ সেই পরিচিত ধারার বাইরে যায়নি। চিকন বাঁকানো নকশা, উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে, বড় ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফোনটি প্রয়োজনীয় দিকগুলোতে জোর দিয়েছে। তবে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এই ফিচারগুলো কতটা আলাদা অভিজ্ঞতা দিতে পারে, সেটাই মূল প্রশ্ন।

নকশা ও ডিসপ্লে

নকশার দিক থেকে রেডমি নোট ১৫ অনেকটাই আগের রেডমি নোট ১৪ প্রোর মতো। পেছনে মাঝখানে ক্যামেরা মডিউল রাখা হয়েছে। তবে আগের মতো ৩টি ক্যামেরা না রেখে এবার ২টি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি হাতে নিলে স্লিম ও হালকা অনুভূত হয়। সামনে ও পেছনের বাঁকানো প্রান্ত ব্যবহার আরামদায়ক করেছে। ফ্রেম ও পেছনের অংশ প্লাস্টিকের হলেও ফিনিশিং ভালো। হালকা ধাতব টেক্সচারের কারণে প্রিমিয়াম ভাব পাওয়া যায়। আঙুলের ছাপও সহজে পড়ে না। মাঝখানে থাকা ক্যামেরা মডিউলের কারণে সমতল জায়গায় রাখলে ফোনটি খুব একটা নড়ে না।

ফোনটিতে ধুলো ও পানির ছিটা প্রতিরোধে আইপি ৬৬ মানের সুরক্ষা রয়েছে। বৃষ্টি বা হালকা পানির সংস্পর্শে সমস্যা হওয়ার কথা নয়। তবে পানিতে ডুবিয়ে ব্যবহার করা যাবে না। আইপি ৬৭ বা ৬৮ মান থাকলে আরও নিশ্চিন্ত হওয়া যেত।

৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। স্ক্রলিং মসৃণ এবং প্রতিক্রিয়া দ্রুত। রোদে ব্যবহার করলেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। বাঁকানো প্রান্তে কিছুটা আলো প্রতিফলন দেখা যায়, যা এই ধরনের ডিসপ্লের স্বাভাবিক সীমাবদ্ধতা। রঙের ডিফল্ট সেটিং ভারসাম্যপূর্ণ। চাইলে সেটিংস থেকে আরও উজ্জ্বল রঙ বেছে নেওয়া যায়, তবে তাতে কিছু দৃশ্য কৃত্রিম মনে হতে পারে।

ডিসপ্লের বড় সীমাবদ্ধতা হলো এইচডিআর ভিডিও সমর্থন না থাকা। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এইচডিআর কনটেন্ট দেখা যায় না।

ক্যামেরা

রেডমি নোট ১৫ এর প্রধান আকর্ষণ ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। দিনের আলোতে ক্যামেরাটি ভালো কাজ করে। ছবি পরিষ্কার হয়, রঙ স্বাভাবিক থাকে এবং আলো নিয়ন্ত্রণ বেশ ভালো। একাধিক ছবি তুললেও ফলাফলে ধারাবাহিকতা পাওয়া যায়।

৩ গুণ জুমে গেলে ডিটেইল কমে যায়, তবে রঙের মিল মোটামুটি থাকে। পোর্ট্রেট মোডে বিষয়বস্তু আলাদা করা ঠিকঠাক হলেও জটিল ব্যাকগ্রাউন্ডে ব্লার অনেক সময় কৃত্রিম লাগে। কৃত্রিম আলোতে ক্যামেরার পারফরম্যান্স অনিয়মিত হয়ে পড়ে। পোর্ট্রেটে এজ ডিটেকশন দুর্বল হয়। ঘরের ভেতরে তোলা ছবিতে রঙ অতিরিক্ত উজ্জ্বল দেখা যায়। কম আলোতে কিছু অংশ অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয় এবং ডিটেইল কমে যায়। এই অবস্থায় ৩ গুণ জুম প্রায় ব্যবহার অনুপযোগী।

আলট্রা ওয়াইড ক্যামেরাও কম আলোতে দুর্বল। দিনের আলোতেই এটি ব্যবহার উপযোগী। কখনো কখনো শাটার ল্যাগ দেখা যায়। জুম পরিবর্তনের সময় ক্যামেরা কিছুটা ঝাঁকুনি দেয়। ভিডিও করার সময় বিষয়টি বেশি চোখে পড়ে। ভিডিও ধারণের ক্ষেত্রে মূল ক্যামেরায় ১ এক্স ও ৩ এক্স জুমে ৪ কে রেজল্যুশনে ৩০ ফ্রেমে ভিডিও করা যায়। তবে আলট্রা ওয়াইড ও সামনের ক্যামেরা শুধু ১০৮০ পিক্সেলে ৩০ ফ্রেমে সীমাবদ্ধ।

পারফরম্যান্স, সফটওয়্যার ও ব্যাটারি

ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা, ছবি তোলা বা হালকা গেম খেলায় ফোনটি মসৃণ পারফরম্যান্স দেয়।

তবে একসঙ্গে ভারী কাজ করলে দুর্বলতা দেখা যায়। দ্রুত ছবি তুলতে গেলে ক্যামেরা অ্যাপ ধীর হয়ে পড়ে। মাঝারি গ্রাফিক্সেও ভারী গেমে ফ্রেম ড্রপ হয়। তাপ নিয়ন্ত্রণ মোটামুটি ভালো, অতিরিক্ত গরম হয় না।

ফোনটি এসেছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস২ দিয়ে। নতুন সংস্করণ না থাকায় কিছুটা হতাশা তৈরি করে। তবে ৪টি বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং ৬ বছর নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রেডমি।

এআই ফিচার সীমিত। সার্কেল টু সার্চ এবং গ্যালারিতে এআই বিউটি ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। এআই ইরেজার বা নোট সারসংক্ষেপের মতো সুবিধা থাকলে ফোনটির মূল্য আরও বাড়ত।

৫৫২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একদিন অনায়াসে চলে। মাঝারি ব্যবহারে দ্বিতীয় দিনের কিছুটা সময়ও পাওয়া যায়। বক্সে থাকা ৪৫ ওয়াট চার্জারে প্রায় ৪৫ মিনিটে ফোনটি পুরো চার্জ হয়।

মূল্যায়ন

রেডমি নোট ১৫ মৌলিক বিষয়গুলো ঠিকঠাকভাবে তুলে ধরে। নকশা আরামদায়ক, ডিসপ্লে উজ্জ্বল, ব্যাটারি নির্ভরযোগ্য এবং দিনের আলোতে ক্যামেরা ভালো কাজ করে।

তবে বর্তমান বাজারে ফোনটি কোনো একটি দিক দিয়ে আলাদা হয়ে উঠতে পারে না। কম আলোতে ক্যামেরা দুর্বল, ভারী কাজে পারফরম্যান্স হতাশাজনক। এইচডিআর সমর্থন ও উন্নত এআই ফিচারের অভাবও চোখে পড়ে।

যারা ঝামেলাহীন একটি ফোন চান, তাদের জন্য রেডমি নোট ১৫ যথেষ্ট। তবে প্রতিযোগিতামূলক বাজারে সেরা অভিজ্ঞতা খুঁজলে অন্য বিকল্প দেখা ভালো।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড (ইন্ডিয়া)

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন