স্যামসাংয়ের মাল্টি-ফোল্ডিং ফোনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩১

স্যামসাংয়ের মাল্টি-ফোল্ডিং ফোনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
ছবি : সিএনবিসি

দ্রুত বদলে যাওয়া ফোল্ডেবল বাজারে নিজেদের আধিপত্য আরও শক্ত করতে এক নতুন অধ্যায়ে পা রাখল স্যামসাং। বহু প্রতীক্ষার পর প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের প্রথম মাল্টি-ফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড।

তিনটি প্যানেল একসঙ্গে খুলে বড় স্ক্রিন বানানোর প্রযুক্তি এবার সাধারণ ব্যবহারকারীর হাতে পৌঁছাতে যাচ্ছে। তরুণরা যেভাবে নতুন ডিজাইনের ডিভাইস পছন্দ করেন এটি সেই আগ্রহকে আরও উজ্জীবিত করবে।

সোমবার দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে, আগামী ১২ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্রি শুরু হবে ডিভাইসটির। এরপর ধাপে ধাপে চীন, তাইওয়ান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যাবে নতুন এই ট্রাই-ফোল্ড ফোন। যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। কালো রঙে একক মডেল হিসেবে বাজারে আসবে ফোনটি যেখানে রয়েছে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। দাম রাখা হয়েছে ৩৫ লাখ ৯৪ হাজার কোরিয়ান ওন যা মার্কিন ডলারে প্রায় ২৪৪৯।

গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ডে ব্যবহার করা হয়েছে দুটি ইনওয়ার্ড হিঞ্জ যা খুললে ১০ ইঞ্চি আকারের বড় ডিসপ্লে দেখা যায়। রেজোলিউশন ২১৬০ x ১৫৮৪। স্ক্রিনগুলো ভাঁজ করে নিলে পুরুত্ব হয় ১২ দশমিক ৯ মিলিমিটার যা আগের ফোল্ড মডেলগুলোর কাছাকাছি। স্যামসাং জানিয়েছে এটি তাদের এখন পর্যন্ত ফোল্ডেবল সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি ক্ষমতার ফোন এবং সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তিতে মাত্র আধঘণ্টায় অর্ধেক চার্জ নেওয়া যাবে।

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক লিজ লি বলেছেন, বাজারে প্রতিযোগিতা আরও বেড়ে যাওয়ার সময় এই ডিভাইস মূলত স্যামসাংয়ের প্রযুক্তিগত সক্ষমতা দেখানোর জন্য আনা হয়েছে। তার মতে ২০২৬ সালে অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল আসার আগেই স্যামসাং বাস্তব ব্যবহারকারীর অভিজ্ঞতা যাচাই করতে চাইছে।

ডিভাইসটির তিনটি স্ক্রিনে পাশাপাশি তিনটি অ্যাপ চালানো যায় এবং আলাদা মনিটর ছাড়া ডেস্কটপের মতো মোডও পাওয়া যায়। মিডিয়া প্রিভিউতে দেখা গেছে নতুন হিঞ্জ ডিজাইন ও সফটওয়্যারের স্থিতিশীলতা পরীক্ষা করার জন্যই মূলত সীমিত পরিসরে বাজারে আনা হচ্ছে এটি।

স্যামসাংয়ের নবনিযুক্ত সহ প্রধান নির্বাহী ও ডিভাইস এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান টি এম রোহ বলেছেন বহু বছরের গবেষণা উন্নয়ন শেষে এমন একটি ফোন বানানো হয়েছে যা বহনযোগ্যতা আর পারফরম্যান্স দুটিকেই সমান গুরুত্ব দেয়।

চীনা নির্মাতাদের দারুণ সক্রিয়তা এখন ফোল্ডেবল বাজারকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তুলেছে। হুয়াওয়ে ইতোমধ্যে দ্বিতীয় প্রজন্মের ট্রাই-ফোল্ড দেখিয়েছে এবং অনারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে। স্যামসাং জানায় গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড আইপি ৪৮ সুরক্ষা রেটিং পেয়েছে যা পানিতে আধা ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে তবে ধুলোর সুরক্ষা সীমিত।

স্যামসাং আশা করছে নতুন এই মাল্টি-ফোল্ড ফোন প্রযুক্তিপ্রেমী ও তরুণ ব্যবহারকারীদের আগ্রহ দারুণভাবে টানবে এবং ভবিষ্যতের ফোল্ডেবল বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে।

সূত্র : সিএনবিসি